সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

ব্যাংক লেনদেনের সাথে পুঁজিবাজারও বন্ধ থাকবে রোববার


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৩ ১৫:২২

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০৫:৪৬

গ্রাফিক্স

 

বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংক লেনদেন বন্ধ থাকবে বলে দেশের দুই পুঁজিবাজারেও লেনদেন হবে না।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বৃহস্পতিবার বলেন, “বছরের শুরুতেই এ ছুটির তালিকা দেওয়া হয়। রোববার পুঁজিবাজারের শেয়ার লেনদেন বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম চলবে।”

আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাব-নিকাশ শেষ করতে প্রতি বছর দুই দিন ‘ব্যাংক হলিডে’ থাকে। অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ রাখা হয়, শুধু দাপ্তরিক কার্যক্রম চলে।

পুঁজিবাজারে শেয়ার কেনাবেচার পর অর্থ লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। ব্যাংক বন্ধ থাকলে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো প্রকার লেনদেন হয় না।

ব্যাংকিং খাতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এখন পঞ্জিকা বছরের প্রথম দিনই গ্রাহকের হিসাবে আগের বছরে সুদ পরিশোধ করছে ব্যাংকগুলো। সম্ভাব্য এ সুদের হিসাব বের করতে আগে কয়েক দিন লেগে যেত।

ব্যাংকগুলো ইতোমধ্যে ‘প্রফিট পোস্টিং’(সুদ হার ঠিক করা গ্রাহকের হিসাবে দেওয়া) শুরু করেছে। এজন্য কিছু ব্যাংক ডিসেম্বরের ২৫ তারিখের সর্বশেষ স্থিতি বিবেচনায় নিচ্ছে। চূড়ান্ত হিসাবের সময় অবশিষ্ট দিনগুলোর সুদ সমন্বয় করা হবে।

৩০ জুন ব্যাংকগুলো ছয় মাসের আর্থিক হিসাব শেষ করে। সারাদেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ-বার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুত করা হয়। হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে ৩০ জুনের পরের দিন ১ জুলাই ব্যাংক হলিডে থাকে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top