২৮ দিনে ২০৭ কোটি ডলার, রেমিট্যান্সে সুবাতাস
প্রকাশিত:
৩০ আগস্ট ২০২৪ ১১:৫২
আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৪
আগস্ট মাসের ২৮ দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ২ দশমিক শূন্য ৭ বিলিয়ন অর্থাৎ ২০৭ কোটি ডলার, যা গত বছর একই সময়ে ছিল ১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স নিয়ে সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জুলাই মাসে দেশের উত্তাল পরিস্থিতিতে দেশের রেমিট্যান্স প্রবাহে বড় রকমের ভাটা পড়ে। গত মাসে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। ১৯-২৩ জুলাই পর্যন্ত ব্যাংক বন্ধ থাকা অন্যদিকে রেমিট্যান্স শাটডাউনের কারণে গত মাসে রেমিট্যান্স প্রবাহে যে ভাটা পড়েছিল তা আগস্টে এসে অনেকটাই কেটে গেছে বলে মনে করেন ব্যাংকখাত সংশ্লিষ্টরা।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, আগস্টের প্রথম ৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। আর ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রবাসীরা ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
বিষয়: রেমিট্যান্সে
আপনার মূল্যবান মতামত দিন: