রমজানকে সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক ছাড়
প্রকাশিত:
২২ নভেম্বর ২০২৪ ১৩:৪৬
আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ১৭:০৪
আসন্ন রমজান মাসকে সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক ও অগ্রিম কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সিদ্ধান্তের ফলে বাজারে খেজুরের সরবরাহ বৃদ্ধি পেয়ে দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করা হচ্ছে। ২১ নভেম্বর, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ৬৪ শতাংশ করভার থেকে ২৫ শতাংশ কমানো হয়েছে। ফলে বর্তমানে আমদানিকৃত খেজুরের xপর মোট ৩৯ শতাংশ কর প্রযোজ্য হবে। পূর্বে খেজুর আমদানিতে ২৫ শতাংশ শুল্ক, ১০ শতাংশ অগ্রিম আয়কর, ৫ শতাংশ অগ্রিম কর এবং ভ্যাটসহ মোট প্রায় ৬৪ শতাংশ কর দিতে হতো।
নতুন আদেশে ১৫ শতাংশ শুল্ক এবং ৩ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার করে মোট করভার প্রায় ২৫ শতাংশ কমিয়ে আনা হয়েছে।
এনবিআরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফল আমদানিকারকরা। তবে অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল, কারণ অনেক ব্যবসায়ী ইতোমধ্যেই ঋণপত্র (এলসি) খুলে ফেলেছেন। আমদানিকারকরা প্রকৃত বাজারদরের ভিত্তিতে আমদানির মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ১৪ নভেম্বর বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশন (বিটিটিসি) রমজান মাসে সাশ্রয়ী মূল্যে খেজুর সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে খেজুর আমদানিতে কর কমানোর প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং এনবিআরে জমা দেওয়া হয়েছিল।
বিটিটিসির হিসাব অনুযায়ী, বাংলাদেশে বার্ষিক ১ লাখ টনের বেশি খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে কেবল রমজান মাসেই ৫০ থেকে ৬০ হাজার টন খেজুর খাওয়া হয়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: