সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

মুকুল আর হেলেনা - দুই নারীতে ব্যস্ত মাথা : শাকিলা নাছরিন পাপিয়া


প্রকাশিত:
২ আগস্ট ২০২১ ১৯:১৬

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১২:৪৭

ছবিঃ বিতর্কিত নারী হেলেনা জাহাংগীর এবং কামরুন নাহার মুকুল

 

গণপরিবহন বন্ধ রেখেই চালু হচ্ছে পোশাক কারখানা।  শ্রমিকেরা গ্রাম থেকে কীভাবে ফিরবে তা নিয়ে কোন প্রশ্ন চলবে না।
কোন না কোনভাবে এরা ঠিকই ফিরবে। কাজেও যোগ দিবে। বেতন না পেলেও এরা ঠিকই বেঁচে থাকবে। অভিজাতদের করোনা আক্রমণ থেকে রক্ষার জন্যই ভাবতে হবে। লক ডাউন, শাট ডাউন দিতে হবে। শ্রমিক আর মানুষ কি এক?
শিক্ষা প্রতিষ্ঠান  কেন বন্ধ সে প্রশ্নও অবান্তর। অন লাইন নামক আই ওয়াশ শিক্ষার সাথে বিশাল অঙ্কের বাণিজ্য জড়িত। সুতরাং ঝরে পড়লেও অভিযোগ নেই কারো।   শপিং মল, ফেরিঘাট, গাদাগাদি করে যাতায়াত, রাস্তাঘাট,  কোচিং সেন্টার কোথাও নেই করোনা। শুধু শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে কেন করোনার বসবাস সে প্রশ্ন করা অপরাধ।
ডেঙ্গু প্রতি বছরের সমস্যা। তাহলে এ ব্যাপারে আমাদের প্রস্তুতি কী তা জানতে চাওয়ার জন্য কোন প্রশ্ন করা যাবে না। কেন এই করোনা কালে হঠাৎ ডেঙ্গু নিয়ে মানুষ দিশাহারা সে প্রশ্নটা কাকে করবো?
হাসপাতালে বেড নেই, আইসিইউ নেই। মানুষ উদভ্রান্তের মতো এক  হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরছে। ডাক্তার, নার্স সামাল দিতে পারছে না রোগী।
কেন? তা ভাবা অপরাধ।
লক্ষ লক্ষ কেন এর জবাব না খুঁজে মুকুল নামক অধ্যক্ষ যার মধুর শব্দ চয়ন জাতিকে গর্বিত করে, হেলেন নামক সুন্দরী যার নানা প্রতিভা জাতিকে অবাক করে। এই দুই নারীকে নিয়ে মাথা ঘামানোই ভালো।
সারা দেশ  মৃত্যুপুরী। মৃত্যুর মিছিলে আশ্রয়হীন হচ্ছে শিশুরা। দরিদ্র হযে যাচ্ছে পরিবারগুলো। নিমিশে বদলে যাচ্ছে মানুষের জীবন। এই অবস্থায় দুই নারী বিনোদন নিয়ে, জাতির চিন্তার খোরাক নিয়ে আবির্ভূত হয়েছেন।
অবশ্যই এদের কাছে জাতি কৃতজ্ঞ।
ভিকারুননিসাসহ  এদেশের নামীদামী শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি বাণিজ্য সম্পর্কে কে না জানে।
সুতরাং অবাক হবার তো কিছু নেই। বিভিন্ন সূত্রে খবর --
আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য দিতে হয়েছে সাত লক্ষ টাকা, ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির জন্য  দশ লক্ষ টাকা।
যারা সন্তানের ভর্তির জন্য এতো টাকা ঘুষ দেয় তাদের টাকার উৎসও জানা দরকার।
নষ্ট শিক্ষক, নষ্ট জাতি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের কাহিনী  আমরা দেখেছি। এখন দেখছি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের। শুনছি তাদের ভাষা। জানছি রাজনীতিবিদদের চরিত্র কেমন হয়।
আহমদ ছফা বলেছিলেন, "সুন্দরী নারীরা রাষ্ট্রের এজমালি সম্পত্তি।" 
হেলেনা, পাপিয়া, পরীমনি এরা রাষ্ট্রীয় সম্পত্তি। এদের যা কাজ তা তারা নিষ্ঠার সাথে করেছে।

দেশের সংকটকালে হেলেনা আর মুকুলে মানুষের মাথা ব্যস্ত রাখায় যাদের মাথা, মেধা ন্যস্ত জাতি তাদের প্রতি কৃতজ্ঞ।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top