অস্ট্রেলিয়াতে শোক ও শ্রদ্ধায় শহীদ জিয়ার ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন


প্রকাশিত:
৫ জুন ২০২২ ০৩:৩৬

আপডেট:
৫ জুন ২০২২ ০৩:৩৮

 

৩০ শে মে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যু বার্ষিকী। অন্যান্য বছরের মত এবারও বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রবাসী বাংলীদেশীরা অত্যন্ত শ্রদ্ধার সাথে এই দিনটি স্মরন করে। এবারো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার নেতাকর্মিরা শোক ও শ্রদ্ধার সাথে এই দিন টি পালন করে। 
বিএনপি অস্ট্রেলিয়া এ উপলক্ষ্যে লাকেম্বাস্থ গ্রামীন রেস্ট্রুরেন্টে এক দোয়া, আলোচনা সভার আয়োজন করে।

বিএনপি অস্ট্রেলিয়ার সদস্য সচিব জনাব মোহাম্মদ হায়দার আলীর সন্চালনায় অনুষ্ঠিত এ শোক সভায় বিএনপি অস্ট্রেলিয়া আহ্বায়ক ড: হুমায়ের চৌধুরী রানা সভাপতিত্ব করেন।

সভায় স্মৃতি চারন মুলক আলোচনা করেন বিএনপি নেতা জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সাধারন সম্পাদক জনাব জাকির আলম লেনিন, জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি সোহেল মাহমুদ ইকবাল, বিএনপির সাবেক সভাপতি ব্যারিষ্টার নাসির উল্লাহ, বিএনপি নেতা।সরওয়ার কমল।


সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আশরাফুল আলম রনী রকিবুজ্জামান, আব্দুল হাকিম। মোবারক মিয়া। মোঃ ফরিদ মিয়া। সাদ ছামাদ। ফয়জুর চৌধুরী। মনজুরুল হক আলমগীর। এস, সৈয়দা মাসুদা কাদরী মিতা,ফরিদ মিয়া, নজরুল ইসলাম নাফিজ,কে এম মন্জুরুল হক আলমগীর, ফয়জুর চৌধুরী
হাজী মোহাম্মদ ইউসুফ আলী, ইয়াছিন আরাফাত অপু, তাফতুন নাঈম নিতু
মোবারক মিয়া, জসিমউদ্দিন. মফিকুল ইসলাম. শাহিনুর রহমান,মীর হোসেন, মাহমুদা বেগম, আবুল কাশেম, সাইফুল
ইসলাম, পল গোমেজ, আবু বকর সিদ্দিক। মোহাম্মদ জাকারিয়া।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top