ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্ আয়োজিত দুই দিন ব্যাপী (পর পর দুই শনিবার) বাংলা কম্যুনিটির সবচেয়ে জনপ্রিয় ঈদ মেলা লাকেম্বা ঈদ মেলা ২০২৩


প্রকাশিত:
১৭ জুন ২০২৩ ১৫:০৪

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১০:০০

 

ঈদ উল আজহা ২০২৩ কে সামনে রেখে আগামী ১৭ জুন এবং ২৪ জুন ২০২৩, ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্
আয়োজিত বাংলা কম্যুনিটির সবচেয়ে জনপ্রিয় ঈদ মেলা লাকেম্বা ঈদ মেলা ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে ! বিগতবছরগুলোর মতো এবারের মেলায় সিডনি , মেলবোর্নে ও ক্যানবেরার বিখ্যাত ফ্যাশান হাউসগুলো অংশগ্রহণকরছে। যথারীতি এই মেলার ভেন্যু ল্যাকেম্বা ইউনাইটিং চার্চ।
প্রবাসে বাংলাদেশের ঈদ এর আমেজ ও দেশীয় ঐতিহ্যবাহী পোশাককে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই ঈদ মেলার আয়োজন। মেলায় অস্ট্রেলিয়াতে বসবাসকারী নারী উদ্যোক্তারা দেশী শাড়ি, সালওয়ার-কামিজ, গহনা, ছেলেদের পাঞ্জাবি, ছোটদের পোশাক এবং রকমারি খেলনার পসরা সাজিয়ে নিয়ে আসবেন ।এছাড়া মেলায় আরো থাকবে বিউটি এন্ড হেয়ার ষ্টল,মেহেদী ষ্টল , খাবার এবং বাচ্চাদের খেলনা স্টল।

ক্রেতাদের স্বতঃস্ফূর্ত কেনাকাটা নিশ্চিত করতে আয়োজকরা ইতিমধ্যে তাদের প্রস্তুতি গ্রহণ করছেন। মেলায় আগতদের জন্য রয়েছে ফ্রি এন্ট্রি এবং ফ্রি পার্কিং। এছাড়া ভেন্যুটি লাকেম্বা স্টেশন থেকে মাত্র ২ মিনিট হাঁটা দূরত্বে।
ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্ আয়োজিত বাংলা কম্যুনিটির সবচেয়ে জনপ্রিয় এই ঈদ মেলায় ক্রেতারা সবাই মেলায় তাদের পছন্দের পোশাক ও প্রসাধনী কিনতে পেরে আনন্দিত থাকে । উল্লেখ্য যে প্রতিবছরই ঈদ উল ফিতর এবং আজহায় মাসব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

মেলার অন্যতম আয়োজক সিডনির বিখ্যাত ফ্যাশান হাউস “শাহিন’স বুটিক”, এবং সিডনি’র “বাংলা হেয়ার এন্ড বিউটি স্টুডিও” এর কর্ণধার যথাক্রমে শাহীন আকতার স্বর্ণা, এবং শিরিন আক্তার। ভবিষ্যতে তারা ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্ এর মাধ্যমে কমিনিটিতে আরও নতুন কিছু উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিগত বছর গুলোতে এই মেলার প্রধান আয়োজকেরা ও অন্যান্য সকল বিক্রেতারা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সদস্যদের বেশ প্রশংসা কুড়িয়েছে।


ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্ ঈদ মেলাকে সাফল্যমন্ডিত করার জন্য বাংলাদেশী কমিউনিটির সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।


বিনীত

শিরীন আক্তার মুন্নী, সভাপতি
ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্
এবং

শাহিন স্বর্ণা, সাধারণ সম্পাদক
ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্

কমিউনিটি
ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্ আয়োজিত দুই দিন ব্যাপী (পর পর দুই শনিবার) বাংলা কম্যুনিটির সবচেয়ে জনপ্রিয় ঈদ মেলা লাকেম্বা ঈদ মেলা ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি:

ঈদ উল আজহা ২০২৩ কে সামনে রেখে আগামী ১৭ জুন এবং ২৪ জুন ২০২৩, ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্
আয়োজিত বাংলা কম্যুনিটির সবচেয়ে জনপ্রিয় ঈদ মেলা লাকেম্বা ঈদ মেলা ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে ! বিগতবছরগুলোর মতো এবারের মেলায় সিডনি , মেলবোর্নে ও ক্যানবেরার বিখ্যাত ফ্যাশান হাউসগুলো অংশগ্রহণকরছে। যথারীতি এই মেলার ভেন্যু ল্যাকেম্বা ইউনাইটিং চার্চ।
প্রবাসে বাংলাদেশের ঈদ এর আমেজ ও দেশীয় ঐতিহ্যবাহী পোশাককে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই ঈদ মেলার আয়োজন। মেলায় অস্ট্রেলিয়াতে বসবাসকারী নারী উদ্যোক্তারা দেশী শাড়ি, সালওয়ার-কামিজ, গহনা, ছেলেদের পাঞ্জাবি, ছোটদের পোশাক এবং রকমারি খেলনার পসরা সাজিয়ে নিয়ে আসবেন ।এছাড়া মেলায় আরো থাকবে বিউটি এন্ড হেয়ার ষ্টল,মেহেদী ষ্টল , খাবার এবং বাচ্চাদের খেলনা স্টল।

ক্রেতাদের স্বতঃস্ফূর্ত কেনাকাটা নিশ্চিত করতে আয়োজকরা ইতিমধ্যে তাদের প্রস্তুতি গ্রহণ করছেন। মেলায় আগতদের জন্য রয়েছে ফ্রি এন্ট্রি এবং ফ্রি পার্কিং। এছাড়া ভেন্যুটি লাকেম্বা স্টেশন থেকে মাত্র ২ মিনিট হাঁটা দূরত্বে।
ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্ আয়োজিত বাংলা কম্যুনিটির সবচেয়ে জনপ্রিয় এই ঈদ মেলায় ক্রেতারা সবাই মেলায় তাদের পছন্দের পোশাক ও প্রসাধনী কিনতে পেরে আনন্দিত থাকে । উল্লেখ্য যে প্রতিবছরই ঈদ উল ফিতর এবং আজহায় মাসব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

মেলার অন্যতম আয়োজক সিডনির বিখ্যাত ফ্যাশান হাউস “শাহিন’স বুটিক”, এবং সিডনি’র “বাংলা হেয়ার এন্ড বিউটি স্টুডিও” এর কর্ণধার যথাক্রমে শাহীন আকতার স্বর্ণা, এবং শিরিন আক্তার। ভবিষ্যতে তারা ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্ এর মাধ্যমে কমিনিটিতে আরও নতুন কিছু উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিগত বছর গুলোতে এই মেলার প্রধান আয়োজকেরা ও অন্যান্য সকল বিক্রেতারা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সদস্যদের বেশ প্রশংসা কুড়িয়েছে।


ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্ ঈদ মেলাকে সাফল্যমন্ডিত করার জন্য বাংলাদেশী কমিউনিটির সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।


বিনীত

শিরীন আক্তার মুন্নী, সভাপতি
ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্
এবং

শাহিন স্বর্ণা, সাধারণ সম্পাদক
ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top