সিডনিতে সেলিনা হোসেনকে নিয়ে সাহিত্য সন্ধ্যা ২৭ সেপ্টেম্বর


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২২

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৯:৪৮

সিডনিতে সেলিনা হোসেনকে নিয়ে সাহিত্য  সন্ধ্যা ২৭ সেপ্টেম্বর

বাংলাদেশের স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন সিডনি আসছেন।  একুশে একাডেমি অস্ট্রেলিয়ার উদ্যোগে প্রখ্যাত নারী এই ঔপন্যাসিকে  আগামী ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার, সন্ধ্যা ৭ঃ৩০  হার্স্টভিল সিভিক সেন্টারে “গায়ত্রী সন্ধ্যায় যাপিত জীবনের গল্পঃ সেলিনা হোসেন” নামক একটি সাহিত্য সন্ধ্যার আয়োজন করেছে।  অনুষ্ঠানে বাংলা কথাসাহিত্যের আলোর দুহিতা সেলিনা হোসেন তাঁর জীবন ও কর্ম নিয়ে পাঠকদের সাথে সরাসরি অভিজ্ঞতা বিনিময় করবেন।  অনুষ্ঠানটর প্রবেশ মূল্য ১৫ ডলার। যা অনলাইনে পাওয়া যাচ্ছে ওয়েবসাইট www.deshievents.com.au 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top