সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


সিডনিতে আগামী ৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে ‍‌‌ফাগুন হাওয়ার “বসন্ত মেলা”


প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২০ ০০:৪০

আপডেট:
১৪ জানুয়ারী ২০২০ ০৪:৩৫

সিডনিতে আগামী ৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে “বসন্ত মেলা”

প্রভাত ফেরী ডেস্ক: আগামী ৮ ফেরুয়ারি অস্ট্রেলিয়ার সিডনির ওয়াইলী পার্কে দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত বসন্ত মেলার আয়োজন করেছে ফাগুন হাওয়া। ফাগুন হাওয়া সংগঠনটি অস্ট্রেলিয়াভিত্তিক বাংলাদেশী সংগঠন। প্রতি বছরই বসন্ত মেলার আয়োজন করে এই সংগঠনটি। মেলার টাইটেল স্পনসর হিসেবে থাকছে অস্ট্রাল বিল্ট।

মেলা উপলক্ষে সংগঠনটি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। উক্ত সংবাদ সম্মেলনে সংগঠনের উদ্দেশ্য, আদর্শ ও বহুমুখী পরিকল্পনা সম্পর্কে বক্তব্য রাখেন প্যাট্রন কাউন্সিলর শাহে জামান টিটো। এ সময় সংগঠনের পক্ষে তিশা তানিয়া, নাসরিন পলি, মুনা মোস্তফা ও সানজিদা আক্তার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর প্রথমবারের মত ছোটখাটো পরিসরে শুরু হয়েছিলো “ফাগুন মেলা”। এবার আরো বড়সর পরিসরে পরিচালিত হবে “ফাগুন মেলা”। গত বছরের চেয়ে এবার আরো ব্যাপক অংশগ্রহণের জন্য মেলার ভেনু সিডনির জ্যাকসন হাইটস নাম খ্যাত লাকেম্বা-ওয়াইলিপার্ক এলাকাতে স্থানান্তর করা হয়েছে |

বসন্ত মেলা উপলক্ষে ফাগুন হাওয়ার বর্ণিল পোস্টার

ফাগুনের এই মেলায় থাকছে নাচ গান কবিতা, ফ্যাশন সো, ডিজেসহ অনন্য আয়োজন এবং এই শো মাতাতে বাংলাদেশ থেকে আসছেন জনপ্রিয় দেশীয় শিল্পীরা। এছাড়াও মেলায় থাকছে ফেস পেইন্টিং, বেলুন টুইস্টিং, ক্লাউন ফর কিডসসহ আরো অনেক আকর্ষণীয় আয়োজন। মেলায় থাকছে লোভনীয় সব পিঠা ও খাবারের দোকান।  কোন প্রবেশ মূল্য থাকবে না এই মেলায়। মেলার মাঠ সাজানো থাকবে রঙ বে-রঙের ফুলে আর থাকবে দুটো ফটো বুথ, সাথে আকর্ষণীয় সেলফি ফ্রেম। 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top