আগামী ২৩ ফেব্রুয়ারি ভি এ অস এর শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন
প্রকাশিত:
৭ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪২
আপডেট:
৯ ফেব্রুয়ারি ২০২০ ০৪:২১

আগামী ২৩ ফেব্রুয়ারি রবিবার সিডনীর এশফিল্ডে মহান একুশে ফেব্রুয়ারি স্মরনে আয়োজিত প্রভাতফেরীতে ভি এ অস অংশগ্রহন করে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করতে যাচ্ছে সকাল ৮.৩০ ঘটিকায়।
আশা করছি উক্ত অনুষ্ঠানে সকল ভিকারুননিসা এলামনাই অংশগ্রহণ করে আমাদের এই উদ্যোগ টি সফল করবেন।
শহীদ স্মৃতি অমর হোক
ডাঃমাহবুবা খানম মুক্তা
প্রেসিডেন্ট, ভি এ অস
ডাঃসুরঞ্জনা জেনিফার রহমান
জেনেরাল সেক্রেটারী, ভি এস অস
প্রেস বিজ্ঞপ্তি
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: