জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো সিডনি প্রবাসী লেখক কাজী সুলতানা শিমির বইয়ের প্রকাশনা অনুষ্ঠান
প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৩৫
আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫৬

প্রভাত ফেরী: সিডনি প্রবাসী লেখক, সাংবাদিক এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের সহ-সভাপতি কাজী সুলতানা শিমির দুটি প্রবন্ধ সংকলনের বই, ‘শুরু হোক পথ চলা’ ও ‘নিজেকে প্রশ্ন করুন‘ এর প্রকাশনা অনুষ্ঠান গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব। এতে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের সভাপতি মো. রহমত উল্লাহ্। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিটিভি তারকা হাসনা হেনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে, বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ (সভাপতি, বাংলাদেশ প্রেস কাউন্সিল), হেলেনা জাহাঙ্গীর (চেয়ারম্যান, জয়যাত্রা টিভি), আ আ ম স আরেফিন সিদ্দিকী (সাবেক ভি সি, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং বিশিষ্ট নাট্যজন গোলাম মোস্তাফা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক কাজী রফিকুল আলম এবং কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম মাহী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকী প্রকাশিত বই দুটির কিছু অংশ নিয়ে অনুষ্ঠানে আলোচনা করেন। তিনি বই দুটিতে বর্তমান প্রেক্ষাপট নিয়ে লেখার জন্য লেখকের প্রশংসাও করেন।
কাজী সুলতানা শিমি বই প্রকাশনায় আগত সকল অতিথিকে উপহার প্রদান করেন এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এরপরে অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, কাজী সুলতানা শিমি আরটিভি, জন্মভূমি টেলিভিশন অস্ট্রেলিয়া ও সিডনী থেকে প্রকাশিত স্বাধীন কণ্ঠ পত্রিকা থেকে আলোকিত নারী হিসেবে সম্মাননা পেয়েছেন। তার লিখিত প্রবন্ধ সংকলন ‘শুরু হোক পথ চলা’ ও ‘নিজেকে প্রশ্ন করুন’বই দুটি পাওয়া যাবে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলা ২০২০-এর ১২৪, বাংলানামা স্টলে।
আপনার মূল্যবান মতামত দিন: