ডেঙ্গু সমস্যার সমাধানে ভারত থেকে বিশেষজ্ঞ আসছেন
প্রকাশিত:
২ আগস্ট ২০১৯ ২০:২৪
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৯:৫৫

সর্বকালের রেকর্ড ছাড়িয়ে এ বছর ৬৪ জেলাতেই ডেঙ্গু জ্বরের প্রকোপ ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু সমস্যার সমাধানে ভারতের ডেপুটি মেয়র কার্যালয়ের কর্মকর্তা অনিক ঘোষ রবিবার বাংলাদেশে আসছেন।
বৃহস্পতিবার ‘ডেঙ্গুর প্রকোপ ও সম্মিলিত প্রচেষ্টা’ শীর্ষক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম একথা জানান। তিনি বলেন,
"কলকাতায় ডেঙ্গু নিয়ে যিনি কাজ করেছেন, তার নাম অনিক ঘোষ। আমি তাকে ফোন করেছিলাম। তিনি বলেছিলেন, আমাকে তাড়াতাড়ি আমন্ত্রণপত্র পাঠান। আমি আমন্ত্রণপত্র পাঠিয়ে দিয়েছি। আগামী রোববার তিনি বাংলাদেশে আসবেন বলে কথা দিয়েছেন।"
এ সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমরা সবসময় ডেঙ্গু পরিস্থিতি মনিটরিং করছি। আমরা মশার উৎপত্তিস্থল ধ্বংস করছি, মশা মারার জন্য নতুন ওষুধ আনছি। আমরা বিশ্বাস করি, পরিস্থিতি অল্প দিনের মধ্যে ম্যানেজ হয়ে যাবে। আপনাদের কাছে সহযোগিতা চাই।’
এছাড়া স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী লন্ডনে চিকিৎসাধীন থেকেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিদিন খোঁজ নিচ্ছেন ও নির্দেশনা দিচ্ছেন। আমাদের উদ্যোগের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমন্বয়ে সব কাজ চলছে। তিনি বলেন, সারা দেশে গত ৩১ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৭ হাজার ১৬৩ জন রোগী। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ১২ হাজার ২৬৬ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৯০৩ জন। ডেঙ্গুতে মারা গেছেন ১৪ জন।’
ডেঙ্গু নিয়ন্ত্রণে জাতীয়ভাবে একটি গবেষণা কেন্দ্র তৈরির প্রয়োজন আছে বলে মনে করেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, "ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের সততার কমতি নেই। তবে, অভিজ্ঞতার ঘাটতি আছে। আমি মনে করি, ডেঙ্গু রোগের জন্য অবশ্যই ৩৬৫ দিনই গবেষণা করতে হবে। এটা সিজনাল না। যেকোনো সময় আসতে পারে। তাই এটি নিয়ে জাতীয়ভাবে একটি গবেষণা কেন্দ্র তৈরি করা দরকার।"
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: