সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


সৌদিতে ওয়েস্টার্ন ইউনিয়ন টি ২০ চ্যাম্পিয়ন হলেন প্রবাসী টিম গ্রীনবাংলা


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০১৯ ০২:৪৯

আপডেট:
৪ মে ২০২৪ ০৮:৪৩

সৌদিতে ওয়েস্টার্ন ইউনিয়ন টি ২০ চ্যাম্পিয়ন হলেন প্রবাসী টিম গ্রীনবাংলা

প্রভাত ফেরী ডেস্ক: আইসিসির সহযোগী, সৌদি ক্রিকেট সেন্টারের অনুমোদিত রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (RCA) কর্তৃক আয়োজিত ওয়েস্টার্ন ইউনিয়ন (মানি ট্রান্সফার) টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মরুভূমির টাইগার খ্যাত সৌদি প্রবাসী ক্রিকেট টিমগ্রীনবাংলা



ভারতীয় ক্লাবদানা ট্রেডিংকে২৫ রানের ব্যাবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেগ্রীন বাংলা টস জিতে গ্রীনবাংলাকে ব্যাট করার আমন্ত্রণ জানান দানা ট্রেডিং এর দলপতি রিয়াস সুক্কুন।  নির্ধারিত ২০ ওভারে উইকেটের বিনিময়ে ২১৩ রানের  টার্গেট দেয় গ্রীনবাংলা। গ্রীন বাংলার পক্ষে বাদল ৩৩ বলে ৪৪, জাকির ৩৬ বলে ৭০, কালাম ১১ বলে ৩২ রান করেন। দানা ট্রেডিংয়ের পক্ষে বল হাতে দলপতি রিয়াস সুক্কুন ৪১ রানে ৪ টি, মামুন ৩৫ রানের বিনিময়ে ২ উইকেট নেন।



২১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে ১৮৭ রান তুলতে সক্ষম হয় ভারতীয় ক্লাবটি। তাদের পক্ষে ওয়াকার আহমেদ ১৯ বলে ৩৯ ইসতিয়াক ২৪ বলে ৩৮ এবং হাজিম ২১ বলে ২৬ রান করেন। বল হাতে গ্রীনবাংলার রিয়াজ ২৬ রানে , সুমন ৪০ রানে ২টি জাকির, রায়হান, বাপ্পি, শুভ টি করে উইকেট নেন। ব্যাট হাতে ৭০ এবং বল হাতে উইকেট নিয়ে ম্যাচ সেরা হয় গ্রীন বাংলার দলপতি জাকির হোসেন।



জয়ে প্রবাসী টাইগারদের অভিনন্দন জানিয়েছেন সৌদি প্রবাসীদের অন্যতম অভিবাবক রিয়াদ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জনাব গোলাম মসিহ, দূতাবাসের মিশন উপ-প্রধান : নজরুল ইসলাম, দূতাবাসের প্রেস সচিব জনাব, ফখরুল ইসলাম, গ্রীন বাংলার উপদেষ্টা জনাব আলী আকবর, লিটন মিয়া, আলী আশরাফ আশু, সালাউদ্দীন, মাহবুবুর রহমান প্রমুখ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top