সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


জার্মানিতে পাঁচ বাংলাদেশি করোনা আক্রান্ত


প্রকাশিত:
২৯ মার্চ ২০২০ ০৫:১৯

আপডেট:
৩ মে ২০২৪ ২২:০০

ফাইল ছবি

প্রভাত ফেরী: জার্মানিতে বসবাসরত অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে। জার্মানিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সরকারি হিসেবে দেশটিতে শুক্রবার অবধি আক্রান্তের সংখ্যা অন্তত ৪২,২৮৮ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে মারা গেছেন অন্তত ২৫৩ জন।

তিনি বলেন, আক্রান্ত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য, যারা বার্লিনের বাসিন্দা। বাকি দু'জনের একজন মিউনিখ এবং অন্যজন ম্যুন্সটার শহরের বাসিন্দা। করোনা আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে একজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বার্লিনে করোনা আক্রান্ত পরিবারের এক পুরুষ সদস্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে, সেই পরিবারের অন্য সদস্যদের অবস্থা উন্নতির দিকে। মিউনিখে যিনি আক্রান্ত হয়েছেন তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, তবে এখন তার অবস্থা উন্নতির দিকে। আর মুন্সটারে আক্রান্ত ব্যক্তি ‘হোম কোয়ারান্টিনে' রয়েছেন।

আক্রান্তদের মধ্যে দু'জনের বয়স চল্লিশের কোঠায় আর বাকি তিনজনের বয়স ত্রিশের নীচে উল্লেখ করে তথ্য সুরক্ষা আইনের কারণে তাদের সম্পর্কে আর কোন তথ্য দেননি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।

উল্লেখ্য, জার্মানিতে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা এই সহায়তা পাওয়ার উপযুক্ত, তারা যেখানে অবস্থান করছেন সেখানকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন বাংলাদেশি রাষ্ট্রদূত।

সূত্র: ডয়েচে ভেলে


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top