চলে গেলেন অরবিন্দ যোশী : শিবব্রত গুহ


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২১ ২০:০৬

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:১৭

ছবিঃ অরবিন্দ যোশী এবং ছেলে শরমন যোশী

 

আবার নক্ষত্র পতন হয়ে গেল বলিউডে। সম্প্রতি চলে গেলেন অরবিন্দ যোশী। এখন প্রশ্ন উঠতে পারে, যে, কে এই অরবিন্দ যোশী? তার উত্তরে বলি, অরবিন্দ যোশী হলেন একজন বলিউডের নামী অভিনেতা তথা পরিচালক।

তিনি শোলে, ইত্তেফাক, নাম, অপমান কি আগের মতো নানা বিখ্যাত বলিউডি সিনেমাতে দাপটের সাথে অভিনয় করে গেছেন। তাঁর অভিনয় দক্ষতা ছিল অতুলনীয়। তিনি থিয়েটারকে খুব ভালোবাসতেন। তাঁর ছেলে "থ্রি ইডিয়টস " - খ্যাত অভিনেতা শরমন যোশী। তিনিও বলিউডের এক নামী অভিনেতা।

তিনি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে প্রাণত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে, বলিউডে বিরাট ক্ষতি হয়ে গেল।

 

শিবব্রত গুহ
পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top