কবি বিদ্যুৎ ভৌমিকের পরিচিতি ও ছবি
প্রকাশিত:
২০ নভেম্বর ২০১৭ ০৮:৪৫
আপডেট:
২ এপ্রিল ২০২০ ২২:২৫

কবি বিদ্যুৎ ভৌমিকের এই সময়ের একগুচ্ছ কবিতামালা ¤
******************************************
কবি পরিচিতিঃ
*************
[ এই সময়ের দুই বাংলার জনপ্রিয় কবি বিদ্যুৎ ভৌমিক ।
জন্ম ১৯৬৪ সন, ১৬ – ই জুন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে
হুগলি জেলা তারই একটি ঐতিহাসিক শহর শ্রীরামপুরে ।
পিতা ঈঁশ্বর পীযূষ কান্তি ভৌমিক । মাতা শ্রীমতি ছায়ারানী
ভৌমিক । একমাত্র কবিতাকেই উপজীব্য করে ভারত ও
বাংলাদেশের পাঠকবন্ধুদের কাছে তিনি আদর ও সন্মান
পেয়ে চলেছেন । প্রায় ৩০ – ৩৫ বছর ধরে নিয়মিত ভাবে
প্রথম শ্রেণীর বেশির ভাগ পত্র পত্রিকায় লিখে চলেছেন –
কবিতা ।
***********************************************
¤ কবি বিদ্যুৎ ভৌমিকের কাব্যগ্রন্থ ¤
*******************
কবি বিদ্যুৎ – এর কাব্যগ্রন্থ ১ /কথা না রাখার কথা ও
২ /গাছবৃষ্টি চোখের পাতা ভিজিয়ে ছিলো ( আনন্দময়ী )
৩ /নির্বাচিত কবিতা ( পত্রাবলী প্রকাশনী )
৪ / নীল কলম ও একান্নটা চুমু ( ই-বুক কাব্যগ্রন্থ – প্রকাশন
বাংলাদেশের > ছোটকবিতা. কম )
**************************************************
পুরস্কার ও সম্মাননা ¤
*****************
২০০০ USA থেকে American Biographical Institute
তাঁকে MAN OF THE YEAR – এবং ওই একই সংস্থা —
থেকে ২০০৬ কবি বিদ্যুৎ – কে WORLD MEDAL OF
FREEDOM সন্মান ও পুরস্কার দেয় । বাংলাদেশের on
Line Mag ChhotoKabita. Com থেকে ২০১৬ শ্রেষ্ঠ
কবির সন্মান ও পুরস্কার । ২০১৩ – সন কবিকে কবিতার
শ্রেষ্ঠত্বের জন্য স্বাধীনতা সংগ্রামী ঈশ্বর শিশির গাঙ্গুলী
স্মৃতি পুরস্কার ও সম্বর্ধনা দেওয়া হয় । ২০১৫ সংবাদ এখন
সংবাদ পত্রিকা থেকে * বাংলা শ্রী * পুরস্কার ও সম্মাননা ।
RADIO KARATOA – বগুড়া থেকে বিশেষ সম্বর্ধনা ।
২০১৪ সমতা পরিষদের পক্ষ থেকে কবি বিদ্যুৎ ভৌমিক-
কে সশ্রদ্ধ সংবর্ধনা দেওয়া হয় । ২০০৯ – পশ্চিমবঙ্গ বাংলা
আকাদেমি-মঞ্চে ( কলকাতা ) সদ্-ভাবনা “-পুরস্কার লাভ ।
তিনি ১৯৯৭ – দক্ষিণ কলকাতা ক্রীড়া ও সাংস্কৃতিক
পরিষদ থেকে সম্বর্ধনা লাভ করেন সেবা উৎসব উপলক্ষে ।
*************************************************
কবিতা সংখ্যাঃ****
দশ হাজারের অধিক ।
*******************
কবিতা পাঠ ও পরিবেশনঃ
***********************
বিভিন্ন প্রোফেশন্যাল মঞ্চে কবিতা পাঠ ও আবৃত্তি ।
কলকাতা দূরদর্শন সহ বেশ কিছু বেসরকারি টিভি
চ্যানেলের আমন্ত্রণে নিয়মিত ভাবে কবিতা পাঠ এবং
কবিতানির্ভর সাক্ষাৎকার দিয়ে চলেছেন । এ ছাড়া –
RADIO JU90.8 MHZ FM – এর অনুষ্ঠান পরিচালনা ও
নিয়মিত ভাবে কবিতা পাঠ ও সাক্ষাৎকারে অংশ গ্রহণ ।
************************************************
কবি বিদ্যুৎ ভৌমিকের ঠিকানাঃ
***************************
ছায়ানীড় ¤
৬৫ /১৭, ফিরিঙ্গি ডাঙা রোড, শ্রীরামপুর, হুগলি,
পোস্টঃ— মল্লিকপাড়া, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ,
সূচক ৭১২২০৩
মোবাইল ০৯৬৭৪১৩৪৬৫৫ & ৮৬৯৭৯৪১৪৪৯ //
Facebook & Gmail –
[email protected]
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: