সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


মাঠে বসে ধূমপানঃ বিপিএলে নিষিদ্ধ মঈনুল হক


প্রকাশিত:
২০ নভেম্বর ২০১৭ ০৯:১০

আপডেট:
১৭ মে ২০২৪ ১৩:৫০

মাঠে বসে ধূমপানঃ বিপিএলে নিষিদ্ধ মঈনুল হক

বিপিএলে মাঠে বসে ধূমপান করার অভিযোগে এই আসরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিসিবির সম্প্রচার পার্টনার মঈনুল হক চৌধুরীকে। ফলে বিপিএলের পঞ্চম আসর চলাকালে আর মাঠে প্রবেশ করতে পারবেন না তিনি।সিলেটে বিপিএলের ম্যাচ চলার সময় সাইডস্ক্রিনের পাশে বসে ধূমপান করতে দেখা যায় বিসিবির সম্প্রচার পার্টনার মঈনুল হক চৌধুরীকে। আইসিসি ও বিসিবির ম্যাচ চলাকালীন নিয়মকে পাত্তা না দিয়ে সিলেট পর্বের প্রায় প্রতিটি ম্যাচে মাঠে বসেই ধূমপান করেন মঈনুল হক চৌধুরী।



এ প্রসঙ্গে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধান শেখ সোহেল একটি অনলাইন সংবাদমাধ্যমকে বলেন, ‘ম্যাচ চলাকালীন মাঠে ধূমপান করায় আমরা তাকে বহিষ্কার করেছি। এই বিষয়ে গতকাল আমরা একটি মিটিং করেছি। মিটিং শেষে সিদ্ধান্ত হয়েছে বিপিএল চলাকালীন তিনি মাঠে প্রবেশ করতে পারবেন না। সিদ্ধান্তটা আপাতত এই বিপিএলের জন্য।’



মঈনুল হক চৌধুরীর জন্য এমন বিতর্কিত কর্মকাণ্ড নতুন কিছু নয়। ২০১৬ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে মাঠেই মারামারি করতে দেখা যায় মঈনুল হককে। এমন বিতর্কিত ঘটনার জন্ম দেবার পর আবারও চলতি বিপিএলে নেতিবাচকভাবে আলোচনায় তিনি। বিপিএলের পঞ্চম আসরের সম্প্রচার সহযোগী প্রতিষ্ঠান টিএসএম। আর এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মঈনুল হক চৌধুরী।



মাঠে নিরাপত্তা ঠিক রাখতে নানা রকমের কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিই যখন মাঠে প্রকাশ্যে ধূমপান করেন, তখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে! আইসিসির নিয়ম অনুযায়ী মাঠে কোনো রকমের সিগারেট বহন করা যাবে না অন্যদিকে সিগারেট জ্বালানোর জন্য আগুন ছিল তাঁর সাথে। যা পুরোটাই নিয়ম বহির্ভূত। এর আগে ২০১৪ সালের মারামারির ঘটনায় তার কোনো প্রকারের সাজা হয়নি।



মঈনুল হকের মাঠে ধূমপানের ব্যাপারে জানতে পেরে আগেই তাকে সতর্ক করে চিঠি দিয়েছিল বিসিবি। শৃঙ্খলা ধরে রাখতে এবার তাকে নিষিদ্ধই করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।



উল্লেখ্য, কয়েকদিন আগে মঈনুল হকের মাঠে বসে ধূমপান প্রসঙ্গে বিডিক্রিকটাইমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বিষয়টি সবার দৃষ্টিগোচর হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বিসিবি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top