সিডনী মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


কাসেম সোলাইমানিকে নিয়ে সিনেমা বানাচ্ছে ইরান


প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২০ ১০:৫৬

আপডেট:
১৪ মে ২০২৪ ০২:১১

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: যুক্তরাষ্ট্রের হত্যাকান্ডের শিকার ইরানের সেনাবাহিনীর আল কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে এবার দেখা যাবে সিনেমার পর্দায়। তার জীবনী নিয়ে বানানো হচ্ছে সিনেমা। ইরানের দ্য সাবা আর্ট অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট এ ছবি নির্মাণের ঘোষণা দিয়েছে।

তেহরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস মঙ্গলবার এ খবর দিয়েছে। কালচারাল সেন্টার ইতোমধ্যে ছবি নির্মাণের কাজ শুরু করেছে। তবে পুরো ছবিটিই হবে এনিমেটেড।

ইতোমধ্যে ছবির কিছু অংশ নির্মাণ করা হয়েছে। সেখান থেকে একটি স্থিরচিত্রও প্রকাশ করেছে তেহরান টাইমস। ছবিতে মার্কিন ড্রোন থেকে সোলাইমানির ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য তুলে ধরা হয়েছে।

পুরো ছবিতে কাসেম সোলাইমানির শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত জীবনী ফুটিয়ে তোলা হবে বলে খবরে জানানো হয়েছে।

আন্তর্জাতিক রাজনীতি গবেষকরা বলছেন, কাসেম সোলাইমানি মৃত্যুর পর আরও শক্তিশালী হয়েছেন। বিভেদে জড়িয়ে পড়া ইরানিদের ঐক্যবদ্ধ করেছে তার মৃত্যু।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top