সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


আজ ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানবে ঘুর্ণিঝড় আম্ফান


প্রকাশিত:
২০ মে ২০২০ ১৯:৪২

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০২:১৭

 

প্রভাত ফেরী: প্রবল শক্তি নিয়ে পশ্চিমবঙ্গের দিকে আঘাত হানতে যাচ্ছে সুপার সাইক্লোন আম্ফান। বুধবার সন্ধ্যায় বা এর আগে পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আম্ফান। তার আগে মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে ব্যাপক আকারে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব পড়তে শুরু করেছে। সকাল থেকেই এদিন দিঘার সমুদ্র সৈকতে প্রবল জলোচ্ছাসে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি দমকা হাওয়া বইতে শুরু করে জেলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে। ক্রমশ পশ্চিমবঙ্গ রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে এই সুপার সাইক্লোন আম্ফান।

যার ব্যাপক প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। যে কথা ভেবে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই দিঘার সমুদ্র সৈকত জুড়ে মাইকিং প্রচারের মাধ্যমে মানুষকে সর্তক করার কাজ চলছে। এছাড়াও দিঘার আশেপাশের কয়েকটি গ্রামের মানুষজনকে পাশের সাইক্লোন সেন্টারগুলিতে নিয়ে আসার কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। এমনিতেই করোনা আতঙ্কের জন্য দিঘা বর্তমানে পর্যটকশূন্য রয়েছে। তাই সেভাবে কোন ক্ষতির সম্ভাবনা না থাকলেও স্থানীয় মানুষজনকে সুরক্ষিত রাখতে ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঘূর্ণিঝড়ে মানুষ কোনরকম সমস্যায় পড়লে তার সমাধানের জন্য ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গের  পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকার একাধিক  ব্লকে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। প্রায় ২৫ হাজারের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য দিঘায় বিশেষ ত্রাণসামগ্রী পাঠিয়েছে রাজ্য সরকার। পূর্ব মেদিনীপুর জেলাতে ত্রাণ হিসাবে মোট ৪০ হাজার ত্রিপল ও ৩৮৫ মেট্রিকটন চাল পাঠানো হয়েছে। দিঘা সহ আশেপাশের অঞ্চলগুলির কোন মৎস্যজীবী যেন সমুদ্রে মাছ ধরতে না যান সে ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যের পর থেকে বুধবারের মধ্যেই পশ্চিমবঙ্গে আঘাত হানবে সুপার সাইক্লোনিক ঝড় আম্ফান। তবে তার আগে অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ধীরে ধীরে শক্তি হারানোর সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। আম্ফানের অর্থ আকাশ। ২০০৪ সালে এই নামটি দেয় থাইল্যান্ড। এই সুপার সাইক্লোনে বৃহৎ আকারে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার এটি সুপার সাইক্লোনে পরিণত হয়েছিল এবং আজ সকাল সাড়ে ৮ টা পর্যন্ত এটি পারাদ্বীপের ওড়িশা উপকূল থেকে প্রায় ৪৮০ কিলোমিটার দূরে এবং পশ্চিমবাংলার দিঘা থেকে ৬৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এদিকে ঘুর্নিঝড়  আম্ফানের প্রভাবে পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতাতেও জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। আবহাওয়া অফিস জানাচ্ছে, কলকাতায় এই ঘুর্নিঝড় আঘাত হানতে পারে ঘন্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে। পশ্চিমবঙ্গে আঘাত হানার পরেই ঘুর্ণিঝড়টি বাংলাদেশের দিকে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


বিষয়: আম্ফান


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top