সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


পশ্চিমবঙ্গে প্রবেশে যাত্রীদের নতুন নিয়ম


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২১ ১৮:৪৬

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০৬:০৬

 

প্রভাত ফেরী: ভয়াবহ করোনার  আক্রমনে কাঁপছে গোটা পশ্চিমবঙ্গে। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই পরিস্থিতিতে রাজ্যে বিমান পরিষেবায় নতুন নির্দেশিকা জারি করা হল। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে এবার বিমান পরিষেবা নিয়ে নয়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তীশগড় থেকে কোনও যাত্রী বিমানে করে বাংলায় এলে তাঁর RT PCR টেস্ট ও করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে। আগামী ২৬ এপ্রিল দুপুর ১২টা থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে।
এর আগে, মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, তেলঙ্গানা থেকে কোনও যাত্রী এ রাজ্যের উদ্দেশে রওনা দেওয়ার ৭২ ঘণ্টা আগে তাঁর করোনা পরীক্ষা ও RT PCR টেস্ট করানোর কথা জানানো হয়েছিল। বাংলায় প্রবেশের ক্ষেত্রে ওই সব রাজ্যগুলো থেকে আসা বিমান যাত্রীদের রিপোর্ট নেগেটিভ বাধ্যতামূলক করা হয়েছে। একথা কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে জানিয়েছে রাজ্য সরকার।
যে হারে করোনার প্রকোপ বাড়ছে, তাতে ভিনরাজ্য থেকে সংক্রমিত যাত্রীরা বাংলায় এলে, এ রাজ্যের করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এই আশঙ্কা থেকেই এ রাজ্যে প্রবেশের ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা জারি করা হল বলে জানা যাচ্ছে।
এদিকে, ফের ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। অতীতের ভয়াবহ স্মৃতি উসকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা প্রাণ কেড়েছে ৫৯ জনের, আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮৭৬। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৭৩৭ জন। কমেছে সুস্থতার হারও। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৮.০১ শতাংশ।
রাজ্যের মধ্যে সংক্রমণে নিরিখে শীর্ষস্থানে রয়েছে যথাক্রমে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং হাওড়া। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার৮৩০ জন এবং মৃত্য়ু হয়েছে ১৭ জনের, উত্তর ২৪ পরগনায় গত একদিনে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৮৫ জন, মৃত্যু হয়েছে ১০ জনের, ,হাওড়ায় সংখ্যাটা ৭৪৬ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ১১ হাজার ৯৪৮ জন, মৃত্যু হয়েছিল ৫৬ জনের। ২৩ এপ্রিল পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১৩ হাজার ৭৮০ জন এবং মৃত্যু হয়েছে ১০ হাজার ৮২৫ জনের।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top