সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


দক্ষিণ আফ্রিকায় চলছে দাঙ্গা; মৃতের সংখ্যা বেড়ে ৩৩৭


প্রকাশিত:
২৩ জুলাই ২০২১ ১৭:১৮

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৬:৩৩

 

প্রভাত ফেরী: বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার সরকারের এক বিবৃতিতে জানানো হয়, দেশের চলমান দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩৭ জনে দাঁড়িয়েছে। এর আগের দিন মৃতের সংখ্যা ২৭৬ জন বলে জানানো হয়েছিল।
দেশটির প্রেসিডেন্ট অফিস থেকে খুমবুজো নামে একজন মন্ত্রী জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকার পুলিশ মৃতের সংখ্যা সংশোধন করেছে। সহিংসতায় গুয়েটাং প্রদেশে মারা গেছে ৭৯ জন এবং কোয়াজুলু নাটাল প্রদেশে মারা গেছে ২৫৮ জন।’
তিনি আরও জানিয়েছেন, দাঙ্গা চলার সময় বেঁচে যাওয়া অনেকেই চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছে।
দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা কারাগারে যাওয়ার পর থেকে সেখানে ব্যাপক লুটপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগের ঘটনা ঘটতে থাকে। এ পরিস্থিতি সামাল দিতে দেশটির নিরাপত্তা বাহিনীগুলো গুলি চালায়।
জ্যাকব জুমার নিজ প্রদেশ কোয়াজুলু নাটাল এবং গুয়েটাং থেকে দাঙ্গা শুরু হয়। জনবহুল এই দুই প্রদেশে দাঙ্গা ব্যাপক আকার ধারণ করে। এই দুই প্রদেশই দেশটির অর্থনীতির অর্ধেক যোগান দিয়ে থাকে।
১৫ মাসের কারাবাস শুরুর পর বৃহস্পতিবার ভাইয়ের জানাজায় অংশ নিতে জুমা প্যারোলে মুক্তি পেয়েছিলেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top