প্রখ্যাত নারীবাদী লেখক এবং অধিকারকর্মী কমলা ভাসিন আর নেই


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২১ ১৯:১৭

আপডেট:
২৫ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪৮


স্থানীয় সময় আজ শনিবার ভোর তিনটায় ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক ও অধিকারকর্মী কমলা ভাসিন মারা গেছেন।

তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে ভারতের মানবাধিকার কর্মী কবিতা শ্রীভাস্তাভা। এক টুইটবার্তায় বলেন, ‘আমাদের প্রিয় বন্ধু, কমলা ভাসিন, ২৫ সেপ্টেম্বর ৩টার দিকে মারা গেছেন। ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলে নারী অধিকার আন্দোলনের ক্ষেত্রে এটি একটি বিশাল ধাক্কা।
টুইটে কবিতা শ্রীবাস্তব আরও লিখেছেন, ‘তিনি পুরো জীবনটাকে উদ্‌যাপন করেছিলেন। কমলা, আপনি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।’

বেশ কিছুদিন ধরে কমলা অসুস্থ ছিলেন। সর্বশেষ শুক্রবার পরিস্থিতি খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে পানি জমেছিল। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।


উল্লেখ্য,সত্তর দশক থেকে কমলা ভাসিন ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও নারী আন্দোলনের বিশিষ্ট কণ্ঠস্বর ছিলেন। তাঁর লেখা বইয়ের মধ্যে রয়েছে ‘সতরঙ্গি লাড়কে’, ‘সতরঙ্গি লাড়কিয়া’ ইত্যাদি। এসব বইয়ে পিতৃতান্ত্রিক সমাজ কাঠামোকে চ্যালেঞ্জ করেছিলেন কমলা। ২০০২ সালে তিনি ‘সঙ্গত’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যা প্রত্যন্ত ও অন্যান্য সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে কাজ করে থাকে।

জেন্ডার তত্ত্ব, নারীবাদ ও পিতৃতন্ত্র নিয়ে বেশ কিছু বই লিখে গেছেন কমলা ভাসিন। এসব বই ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top