কাতারে তালেবান ও যুক্তরাষ্ট্র বৈঠক


প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০১৯ ২১:৩৬

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৮:০৫

কাতারে তালেবান ও যুক্তরাষ্ট্র বৈঠক

শনিবার কাতারে মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকে যোগ দিয়েছেন আফগান তালেবানের নতুন রাজনৈতিক নেতা মোল্লা আবদুল গনি বারাদার।



বিশ্লেষকরা বলছেন, মোল্লা বারাদার আলোচনায় অংশ নেওয়ায় মনে করা যায়; শান্তি প্রক্রিয়ায় এবার কিছু অগ্রগতি হলেও হতে পারে। মার্কিন কর্মকর্তারা মেনে নিয়েছেন যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে। আর তালেবান রাজি হয়েছে যে তারা জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা এবং ইসলামিক স্টেটকে (আইএস) প্রতিহত করবে যেন তারা বিদেশী বাহিনীর ওপর আক্রমণ চালাতে না পারে।



পাকিস্তানের কারাগার থেকে গত বছর মোল্লা বারাদার মুক্তি পাওয়ার পর গত শুক্রবার তালেবানের রাজনৈতিক বিষয়ক নেতার পদে নিযুক্ত হন। আলোচনায় তার উপস্থিতির ফলে সিদ্ধান্ত গ্রহণ দ্রুততর হবে বলে সবাই আশা করছেন।



আফগানিস্তানে সংঘাত অবসানের লক্ষ্যে কাতারে ছয়দিন ধরে এই আলোচনা চলছে, যাতে আরও যোগ দিয়েছেন বিশেষ মার্কিন দূত জালমে খলিলজাদ।



এর আগে এই শান্তি আলোচনায় তালেবান প্রতিনিধি পাঠানো নিয়ে কিছু হাস্যকর ঘটনা ঘটেছিল। ২০১০ সালে আলোচনায় যাকে তালেবানের দু'নম্বর নেতা মোল্লা আখতার মোহাম্মদ মনসুর সাজিয়ে পাঠানো হয়েছিল; সে আসলে ছিল কোয়েটা শহরের এক দোকানদার।



২০১৫ সালে আফগান কর্মকর্তাদের সাথে পাকিস্তানের এক শহরে তালেবান প্রতিনিধিদলের বৈঠক হয়। বলা হয়েছিল যে এই দলটি তালেবান নেতা মোল্লা ওমরের প্রতিনিধিত্ব করছে। কিন্তু কয়েকদিন পরই খবর বেরোয় যে মোল্লা ওমর বেশ কয়েক বছর আগেই মারা গেছেন।



মোল্লা বারাদারির আলোচনার টেবিলে আসাকে এসব কারণেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিবিসি বাংলা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top