সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


কানাডায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ৬ শ্রমিক নিহত


প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৪ ১৬:১২

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৩:১৪


কানাডার সুদূর উত্তরে একটি ছোট যাত্রীবাহী বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) এই দুর্ঘটনাটি ঘটে। শ্রমিকদের বহনকারী ওই ছোট যাত্রীবাহী বিমান মাঝ আকাশে বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, বিমান দুর্ঘটনায় একজন ব্যক্তি বেঁচে গেছেন।


তবে তার শারীরিক অবস্থা কেমন আছে তা জানা যায়।
জেটস্ট্রিম টুইন টার্বোপ্রপ এয়ারলাইনার পরিচালনাকারী নর্থওয়েস্টার্ন এয়ার জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি একটি চার্টার্ড ফ্লাইট ছিল, যেটাতে করে শ্রমিকদের খনিতে নিয়ে যাওয়া হচ্ছিল। এটি উড্ডয়নের পর রানওয়ে থেকে ১.১ কিলোমিটার (০.৭ মাইল) দূরে বিধ্বস্ত হয়।

অন্টারিওর ট্রেন্টনের জয়েন্ট রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে ফোর্ট স্মিথ থেকে উড্ডয়নের পরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফোর্ট স্মিথ অঞ্চলটি আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফ থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।


এ পরিস্থিতিতে ফোর্ট স্মিথ থেকে সব ফ্লাইট বুধবার পর্যন্ত বন্ধ রেখেছে। দুর্ঘটনার তদন্ত করা হবে বলে জানা গেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top