সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


মালদ্বীপ থেকে সৈন্য সরাবে না ভারত!


প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৪ ১২:২৮

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০১:০৮

 

মালদ্বীপ থেকে সেনাসদস্যদের সরানোর ব্যাপারে ভারতের নরেন্দ্র মোদি সরকার এখনো কোনো নির্দেশ দেয়নি। বৃহস্পতিবার এমনই জানালেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার।


মালদ্বীপ বিতর্ক শুরু হওয়ার পর পরই মালদ্বীপ থেকে সেনাসদস্যদের সরানোর ‘অনুরোধ’ জানিয়েছিল ওই দেশের মোহম্মদ মুইজ্জুর নেতৃত্বাধীন সরকার। এ নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়। চলতি মা‌সেই চীন সফর থেকে ফিরে মালদ্বীপ প্রেসিডেন্ট মুইজ্জু, নিজের দেশের ভূখণ্ড থেকে ভারতীয় সেনাসদস্যদের সরানোর ব্যাপারে সময় ‘বেঁধে’ দেন। তার সরকার জানায়, মালদ্বীপে কোনো ভারতীয় সেনাসদস্য থাকতে পারবে না। ১৫ মার্চের মধ্যে সবাইকে সরতে হবে।


মুইজ্জু সরকারের এই সিদ্ধান্ত নিয়ে মালদ্বীপ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে। তবে এ ব্যাপারে কোনো রফাসূত্র বের হয়নি। ফলে দু’দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, মালদ্বীপ সরকারের ঘোষণার পরই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে এ ব্যাপারে মোদি সরকার কী সিদ্ধান্ত নেবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

এ বিষয়ে ভারতীয় নৌবাহিনীর কাছে যেকোনো ‘সরকারি’ নির্দেশ আসেনি, তা স্পষ্ট করলেন অ্যাডমিরাল হরি কুমার। সিএনএন-নিউজ ১৮-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'সিদ্ধান্ত যাই হোক না কেন, আমরা নির্দেশের জন্য অপেক্ষা করছি।' এর পরই নৌবাহিনী প্রধান বুঝিয়ে দেন যে সেনাসদস্যদের প্রত্যাহারের ব্যাপারে কেন্দ্রীয় সরকার ‘সত্যিই’ কোনো রকম যোগাযোগ করেনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top