সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


মমতার আহত হওয়ার ব্যাখ্যা দিলো তৃণমূল


প্রকাশিত:
১৬ মার্চ ২০২৪ ১৬:২৬

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১০:৪৩

 

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধাক্কা দিয়ে আহত করার সম্ভাবনা খারিজ করে দিলো তার দল তৃণমূল কংগ্রেস।


শুক্রবার (১৫ মার্চ) এ নিয়ে বিতর্ক মারাত্মক আকার ধারণ করলে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘মাথা ঘুরিয়ে পড়ে গেছেন মমতা ব্যানার্জি। ধাক্কা দেয়ার প্রশ্ন উঠছে কেন?’


শশী পাঁজা বলেন, ‘বিষয়টা সিনকোপ। অনেক সময় শারীরিক অস্থিরতার জন্য মানুষ হঠাৎ করে জ্ঞান হারায়। এর সাথে কারো ধাক্কা দেয়ার কোনো সম্পর্ক নেই। ধাক্কা দেয়ার প্রশ্ন উঠছে কেন?’

বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী বাড়ি চলে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় ব্যানার্জি বলেন, ‘পিছন থেকে ধাক্কা দেয়ার ফলে মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে আহত হয়েছেন।’ এর পরই প্রশ্ন ওঠে, মুখ্যমন্ত্রীকে তার শোয়ার ঘরে ধাক্কা দিল কে? আলোচনা শুরু হয় নানা রকম সম্ভাবনা নিয়ে।


শুক্রবার সকালে এ নিয়ে জল্পনা যখন চরমে উঠেছে তখন মণিময় দাবি করেন, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি বলতে চেয়েছেন ধাক্কা দেয়ার মতো অনুভূতি হয়েছে মমতা ব্যানার্জির। যদিও তাতে থামেনি পুলিশি তৎপরতা।

শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়ি যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রীর সাথে প্রায় ৩০ মিনিট কথা বলেন তিনি। প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় কোনো রহস্য না থাকলে সকাল সকাল কেন সেখানে গেলেন পুলিশ কমিশনার? মুখ্যমন্ত্রীর সাথে কী কথা হলো তার?

এদিকে, মুখ্যমন্ত্রীর পরিবার সূত্রে জানা গেছে, তিনি সম্পূর্ণ স্থিতিশীল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top