সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেবেন না মাইক পেন্স


প্রকাশিত:
১৭ মার্চ ২০২৪ ১৬:২৭

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০৭:৩৩

 
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন না। ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তার ভাইস প্রেসিডেন্ট ছিলেন মাইক পেন্স।

গত শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে পেন্স বলেন, সুস্থ বিবেকে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করতে পারি না। তিনি বলেন, ট্রাম্পের নিজস্ব অ্যাজেন্ডা রয়েছে। আমাদের চার বছরের শাসনামলের রক্ষণশীল অ্যাজেন্ডার সঙ্গে সেটা সামঞ্জস্যপূর্ণ নয়।


সিএনএনের এক খবরে বলা হয়েছে, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হতে প্রতিদ্বন্দ্বিতা করেন পেন্স। কিন্তু গত অক্টোবরেই প্রার্থিতার লড়াই থেকে সরে দাঁড়ান তিনি। তখন তিনি জানিয়েছিলেন, শেষ পর্যন্ত রিপাবলিকান দলের প্রার্থীকেই সমর্থন করবেন। কিন্তু ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর তাকে সমর্থন করতে অস্বীকৃতি জানালেন।

পেন্স মনোনয়ন লড়াই থেকে ছিটকে যাওয়ার পর ট্রাম্প বলেছিলেন, পেন্সের উচিত আমাকে সমর্থন করা। কারণ আমিই তাকে (পেন্স) বেছে নিয়েছিলাম, ভাইস প্রেসিডেন্ট বানিয়েছিলাম। কিন্তু রাজনীতিতে মানুষ অত্যন্ত আনুগত্যহীন হতে পারে।


ডোনাল্ড ট্রাম্প-মাইক পেন্স প্রশাসনের রেকর্ড নিয়ে নিজে খুব গর্বিত বলে জানান পেন্স। তবে তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প গর্ভপাত, যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ এবং টিকটকের মতো রক্ষণশীলদের ইস্যু থেকে দূরে সরে গেছেন। এবারের নির্বাচনে কাকে ভোট দেবেন তা পরিষ্কার করেননি মাইক পেন্স। তবে জানিয়েছেন, কখনোই তিনি প্রেসিডেন্ট জো বাইডেনকে ভোট দেবেন না। এমনকি তৃতীয় কোনো দলের প্রার্থীকেও সমর্থন দেবেন না। ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের চাওয়া অনুযায়ী নির্বাচনের ফল উলটে দিতে পেন্স রাজি না হওয়ায় দুই জনের সম্পর্কে দূরত্ব শুরু হয়। সেদিন মার্কিন ক্যাপিটল ভবনে হামলা করেছিল ট্রাম্পের সমর্থকরা। এ বিষয়ে পেন্স বলেছিলেন, সেদিন ট্রাম্পের বেপরোয়া বক্তব্য তার পরিবারসহ অন্যদের জীবন ঝুঁকির মুখে ফেলেছিল।

ফ্যানি উইলিস থাকছেন, পদত্যাগ করেছেন ওয়েড

ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়া নির্বাচনে হস্তক্ষেপের মামলা পরিচালনায় থাকছেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলিস। কারণ আদালতের চাওয়া অনুযায়ী উইলিসের প্রেমিক প্রসিকিউটর নাথান ওয়েড পদত্যাগ করেছেন। ট্রাম্পের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রায় দিয়েছিল যে—এ মামলায় ফ্যানি উইলিস এবং প্রসিকিউটর নাথান ওয়েডের মধ্যে যে কোনো এক জনকে সরে যেতে হবে।

এদিকে মুখ বন্ধ রাখার জন্য পর্নো স্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি বিচার কার্যক্রম পিছিয়েছে। আদালত বিচার কার্যক্রম ৩০ দিন পেছানোর আবেদন গ্রহণ করায় আগামী মধ্য এপ্রিলের আগে এই মামলার কার্যক্রম শুরু হবে না।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top