সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


আমি যদি নির্বাচিত না হই, তাহলে রক্তবন্যা বয়ে যাবে: ট্রাম্প


প্রকাশিত:
১৮ মার্চ ২০২৪ ১৩:১৮

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১১:২২


সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী না হলে আমেরিকায় গণতন্ত্র শেষ হয়ে যাবে। তিনি এই সমাবেশে আরও জানান, তাকে নির্বাচিত না করা হলে 'রক্তবন্যা' বয়ে যাবে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শনিবার (১৬ মার্চ) ওহাইয়ো রাজ্যে নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।


ওহাইয়ো অঙ্গরাজ্যের এক সমাবেশে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের দিনটি হবে মার্কিন ইতিহাসের 'সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন'।

বিশ্লেষকদের মতে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তার হোয়াইট হাউসে ফিরে আসার লড়াইকে 'দেশের জন্য মোড় ঘুরিয়ে দেওয়া' ঘটনা হিসেবে চিত্রায়নের চেষ্টা চালাচ্ছেন।


অল্প কয়েকদিন আগেই রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট নির্বাচনে নিজের মনোনয়ন নিশ্চিত করেন ট্রাম্প।

ওহাইয়োর ভ্যান্ডালিয়ায় অনুষ্ঠিত সমাবেশে আগামী ৫ নভেম্বরকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে সবচেয়ে মন্দ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন। ২০২০ সালে নির্বাচনী জালিয়াতির কারণে তিনি হেরে গেছেন বলেও দাবি করেন ট্রাম্প।

জর্জিয়ায় ২০২০ সালের নির্বাচনী ফলাফল পালটে দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। তারপরও রিপাবলিকান মনোনয়ন দৌড়ে যথেষ্ট প্রতিনিধি জিতেছেন ট্রাম্প।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top