সিডনী রবিবার, ৩০শে জুন ২০২৪, ১৬ই আষাঢ় ১৪৩১


অনশনরত দিল্লির পানিমন্ত্রী অতীশি, অসুস্থ হয়ে হাসপাতালে


প্রকাশিত:
২৫ জুন ২০২৪ ১৭:৪০

আপডেট:
২৫ জুন ২০২৪ ২৩:৩৬


ভারতের রাজধানী দিল্লির পানিমন্ত্রী অতীশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লির পানি সংকটের সমাধান চেয়ে গত ৫ দিন ধরে অনশন করছিলেন তিনি। হঠাৎ তার সুগার লেভেল স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যাওয়ায় মঙ্গলবার (২৫ জুন) ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জানা গেছে, তার সুগার লেভেল ৩৬ এ নেমে গেছে। আম আদমি পার্টি (এএপি) নেতা সৌরভ ভরদ্বাজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, অতীশিকে আইসিইউতে নেওয়া হয়েছে।


চিকিৎসকদের তরফে জানা গেছে, গত ৫ দিন ধরে কিছু না খাওয়ায় তার ওজন ২ কেজি কমে গেছে। বেড়ে গেছে কিটোন লেভেল। হাসপাতালে ভর্তির পর তাকে খাবার খেতে বলা হয়েছিল তবে তিনি কোনো কিছু খেতে রাজি হননি।


দীর্ঘদিন ধরেই তীব্র পানির সংকটে ভুগছে দিল্লি। চলতি বছর গ্রীষ্মকালে শহরের তাপমাত্রা ছিল গড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে বিদ্যুৎ ও পানির চাহিদা বেড়েছে, যা শহরের সম্পদের ওপর চাপ সৃষ্টি করছে।

পানি সরবরাহ প্রায় শেষ হয়ে যাওয়ায় মানুষকে ট্যাঙ্কারে সরবরাহ করা পানির ওপর নির্ভর করতে হচ্ছে।

দিল্লির ক্রমবর্ধমান পানি সংকট মোকাবিলায় ১৯৯৬ সালে দিল্লিকে জলের একটি অংশ সরবরাহে হরিয়ানা রাজ্যকে নির্দেশ দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত।

কিন্তু দিল্লিতে প্রয়োজনীয় পানি না দেওয়ার জন্য হরিয়ানা সরকারকে দায়ী করেছেন অতীশি। তার অভিযোগ, শর্ত অনুযায়ী দিল্লিকে ৬১৩ এমজিডি জল সরবরাহের কথা হরিয়ানার। তবে মাত্র ৫১৩ এমজিডি জল পাঠানো হচ্ছে। বরাদ্দ জল না পাঠানোর জেরে দিল্লির প্রায় ২৮ লাখ মানুষ জল পাচ্ছেন না।

অবশ্য হরিয়ানার ক্ষমতায় থাকা বিজেপি এই অভিযোগ অস্বীকার করে দিল্লির পানি সংকটের জন্য এএপি সরকারের অব্যবস্থাপনাকে দায়ি করেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top