বাবা সিদ্দিকির ছেলে জিশানকে খুনের হুমকি, নিশানায় সালমনও, গ্রেফতার ১
প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৪ ১৩:১২
আপডেট:
২৯ অক্টোবর ২০২৪ ১৩:১৮
গত ১২ অক্টোবর নিজের দফতরের সামনে আততায়ীদের গুলিতে খুন হন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা (অজিত পাওয়ার গোষ্ঠী) বাবা সিদ্দিকি। খুনের ঘটনায় ইতিমধ্যেই ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই আবহেই এবার উড়ো ফোনে খুনের হুমকি পেলেন বাবা সিদ্দিকির ছেলে জিশানও। সেই সঙ্গে খুনের হুমকি পেয়েছেন বলিউড অভিনেতা সালমন খানও। দু’দিনের মাথায় অভিযুক্ত যুবককে নয়ডা থেকে গ্রেফতার করেছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকা।
২৯ অক্টোবর মঙ্গলবার সকালে একটি সূত্র জানিয়েছে, গত কয়েক দিনেও না কি খুনের হুমকি পেয়েছেন জিশান। জিশান সিদ্দিকি মুম্বইয়ের বান্দ্রা-পূর্ব আসনের বিধায়ক। শুক্রবার সন্ধ্যায় তাঁর বান্দ্রার অফিসে একটি বেওয়ারিশ নম্বর থেকে ফোন আসে। ফোনে জিশানকে খুনের হুমকি দেওয়া হয়েছে।
জিশানের পাশাপাশি খুনের হুমকি দেওয়া হয়েছে সিদ্দিকি-ঘনিষ্ঠ বলিউড অভিনেতা সালমন খানকেও।
ঘটনার পরেই নির্মলনগর থানায় অভিযোগ দায়ের করেছেন সিদ্দিকির পরিবার। প্রসঙ্গত, প্রাক্তন নেতাকে খুনের আগেও হুমকি দেওয়া হয়েছিল সিদ্দিকি পরিবারকে। খুনের হুমকি পেয়েছিলেন বাবা সিদ্দিকির ছেলে জিশানও।
জেরায় অভিযুক্তেরাও জানান, বাবা-ছেলে দু’জনকেই খুনের ‘নির্দেশ’ ছিল। সামনে যাকে পাবেন, তাঁকেই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো বাবা সিদ্দিকিকে সামনে পেয়ে গুলি চালান আততায়ীরা। জিশান সেই সময় ঘটনাস্থলে থাকলে হয়তো খুন হতে হত তাঁকেও।
উল্লেখ্য, সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপিতে যোগ দিয়েছেন জিশান। আসন্ন বিধানসভা ভোটে বান্দ্রা-পূর্ব কেন্দ্রেই তাঁকে প্রার্থী করা হবে বলে জানিয়েছে এনসিপি।
গত ১২ অক্টোবর এই বান্দ্রা-পূর্ব এলাকাতেই খুন হয়েছিলেন বাবা সিদ্দিকি। তিন জন আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। এর পর তদন্তে নেমে একে একে ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তবে ঘটনায় আরও কেউ যুক্ত ছিলেন কি না, জানতে এখনও চলছে তদন্ত।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: