লন্ডনে পরমাণু হামলা চালাতে চেয়েছিল রাশিয়া !
প্রকাশিত:
২ জুলাই ২০১৯ ১৮:৫৭
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৭:৩২

এখন পর্যন্ত মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার সাক্ষী জাপানের হিরোশিমা ও নাগাসাকি। সেখানে যুক্তরাষ্ট্রের পরমাণু হামলার ক্ষত এখনো রয়েছে। এরকম ভয়াবহ আরও একটি ঘটনার সাক্ষী হতো বিশ্ব, যদি রাশিয়া লন্ডনে পরমাণু হামলার সিদ্ধান্ত থেকে সরে না আসত। সকল প্রস্তুতি সম্পন্ন করেও শেষ পর্যন্ত লন্ডনে পরমাণু হামলা থেকে সরে আসে মস্কো।
রুশ সরকারের অত্যন্ত গোপন একটি চিঠি প্রকাশ্যে আসার পর রীতিমতো ঝড় ওঠে৷ ওই চিঠি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৫৪ সালে লন্ডনে পরমাণু বোমা ফেলার ছক কষেছিল রাশিয়া৷ কখন এবং শহরের কোন প্রান্তে বোমা নিক্ষেপ করা হবে, তাও ঠিক হয়ে গিয়েছিল৷ তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ঠাণ্ডাযুদ্ধের সময় লেখা এই গোপন চিঠিটি সম্প্রতি ফাঁস করেছে ন্যাশনাল আর্কাইভ৷ ১৯৫৪ সালে চিঠিটি লিখেছিলেন পরমাণু বোমা বিশেষজ্ঞ উইলিয়াম পেনি৷
ওই চিঠিতে অ্যাটমিক এনার্জি অথরিটির চেয়ারম্যান এডুইন প্লওডেনকে তিনি জানিয়েছিলেন, দক্ষিণ লন্ডনের ক্রয়ডন, পশ্চিম লন্ডনের উক্সব্রিজ ও পূর্ব লন্ডনের রমফোর্ডে পরমাণু বোমা নিক্ষেপ করা হতে পারে৷
ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, লন্ডনে চার-পাঁচটি পরমাণু বোমা ফেলার পরিকল্পনা ছিল রাশিয়ার৷ কয়েক বছর আগে বিষয়টি সামনে আসলেও তা নিয়ে আলোচনা এখনো থেমে যায়নি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: