৫৩ শরণার্থীর প্রাণ বাঁচিয়ে জেল জরিমানার মুখে নারী ক্যাপ্টেন


প্রকাশিত:
২ জুলাই ২০১৯ ১৯:০৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৭:২৩

৫৩ শরণার্থীর প্রাণ বাঁচিয়ে জেল জরিমানার মুখে নারী ক্যাপ্টেন

ভূমধ্যসাগরে ভাসতে থাকা ৫৩ জন শরণার্থীকে উদ্ধার করে নিজের জাহাজ ‘সি-ওয়াচ থ্রি’তে তুলেছিলেন ২১ বছরের তরুণী ক্যাপ্টেন ক্যারোলা র‍্যাকেটে। কিন্তু তারপর? কোথায় যাবেন তাদের নিয়ে? কখনও ফ্রান্স, কখনও জার্মানি, কখনও মাল্টা কখনও আবার ফ্রান্সের কাছে দাবি করেছিলেন সহযোগিতার। কিন্তু শেষপর্যন্ত কারও সাহায্য মেলেনি।



শেষে বাধ্য হয়েই ইতালির জলসীমায় ঢোকেন ক্যাপ্টেন ক্যারোলা র‍্যাকেটে। তারপরই বাধে বিপত্তি। ইতালির অতি দক্ষিণপক্ষী মাত্তেও সালভিনি অভিযোগ এনেছেন, ইতালির জলসীমায় প্রবেশের সময় পুলিশের একটি নৌকাকে ডোবানোর চেষ্টা করেছেন ক্যারোলা। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের জেল হতে পারে তার।



ইতালিতে প্রবেশের আগে অবশ্য দু-সপ্তাহ সমুদ্রেই আটকে ছিল সি ওয়াচ থ্রি। কোনোভাবেই তাকে নোঙর করতে দেওয়া হবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির প্রশাসন। কিন্তু ল্যামপেদুসা বন্দরে শুক্রবার নোঙর করতে দেওয়া হয় জাহাজটিকে। সেখান থেকেই গ্রেফতার হন ক্যারোলা।





 

শনিবার মাত্তেও সালভিনি ক্যাপ্টেন ক্যারোলা সম্পর্কে বলেন, ‘ওই ধনী, শ্বেতাঙ্গ জার্মান মহিলা যা করেছেন তা যুদ্ধের থেকে কম কিছু নয়। ওর দাবি উনি জীবন বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু আসলে যারা নিজেদের কর্তব্য পালনের চেষ্টা করছিলেন তাদেরই খুন করার চেষ্টা করেছিলেন ক্যারোলা। কয়েকশো টন ওজনের একটি জাহাজ গিয়ে ধাক্কা মারার চেষ্টা করে পুলিশের নৌকাটিকে। কোনোমতে প্রাণ বাঁচান তারা। এ তো অপরাধ, যুদ্ধাপরাধ।’



ইতালির বন্দরে নোঙর করার পর ৩১ বছরের ওই ক্যাপ্টেনকে নিয়ে যায় পুলিশ। স্বাস্থ্যের কারণে ১৩ জন শরণার্থীকে হেফাজতে নিয়েছে ইতালি। বাকি ৪০ জনকে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলির আশ্রয় দেওয়ার কথা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top