সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


ট্রাম্পের নির্বাচনী শিবিরে ইরানের সাইবার হামলা


প্রকাশিত:
৫ অক্টোবর ২০১৯ ২৩:৩২

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১০:২২

ট্রাম্পের নির্বাচনী শিবিরে ইরানের সাইবার হামলা

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে টার্গেট করে সংশ্লিষ্ট অনেকের ওপর সাইবার হামলা চালিয়েছে ইরানি হ্যাকাররা। হামলার সঙ্গে ইরানের সরকারও জড়িত। গতকাল শুক্রবার মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট এমন খবর দিয়েছে। তবে সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবিরকে লক্ষ্যবস্তুতে পরিণত করে এ সাইবার হামলা চালানো হয়েছে।



ইরানের পক্ষ থেকে অবশ্য এ ব্যাপারে কোনও বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে ট্রাম্পের প্রচারণা শিবিরের একজন মুখপাত্র জানিয়েছে, তাদের কাছে সাইবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার মতো কোনও ইঙ্গিত পরিলক্ষিত হয়নি।



এদিকে, গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শুধু ইরানই নয় রাশিয়া এবং উত্তর কোরিয়ারও সাইবার হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। তারা জানিয়েছে, নির্বাচন যত এগিয়ে আসবে এ ধরনের হামলার সংখ্যা তত বাড়তে থাকবে।



মাইক্রোসফট ও নিউইয়র্ক টাইমস কোন প্রেসিডেন্টের নির্বাচনী শিবির হামলার শিকার তা না জানাতে পারলেও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ওই সাইবার হামলা সম্পর্কে জানে এমন দুজন ব্যক্তির বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, হামলার শিকার হয়েছে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী শিবির।



এর আগে, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বীদের তথ্য হাতিয়ে নিতে সাইবার হামলা চালিয়ে ছিল। সাম্প্রতিক সময়ে, সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলার অভিযোগ এনে ইরানের বিরুদ্ধে সাইবার অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সে বিবেচনায় এই দুই দেশের মধ্যে এমনিতেই সাইবার উত্তেজনা বিরাজ করছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top