সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


ইরাকে আন্দোলনে নিহত ১০০, আহত প্রায় ৪ হাজার


প্রকাশিত:
৬ অক্টোবর ২০১৯ ২৩:০৩

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১১:৪১

ইরাকে আন্দোলনে নিহত ১০০, আহত প্রায় ৪ হাজার

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে ইরাকি পার্লামেন্টের মানবাধিকার কমিশন। তবে শুক্রবারের গণবিক্ষোভ ও শনিবারের নতুন সহিংসতায় নিহতদের সংখ্যা এর অন্তর্ভুক্ত কিনা তা স্পষ্ট নয়। আল জাজিরা জানিয়েছে, গত কয়েক দিনের বিক্ষোভে প্রাণহানি ছাড়াও আহত হয়েছে আরও চার সহস্রাধিক মানুষ।



ইরাকে বেকারত্বের উচ্চহারকে কেন্দ্র করে সরকার বিরোধী আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে পাঁচ দিনে ১০০ জন মারা গেছেন। নাম না জানা স্নাইপারদের হামলায় বাগদাদে দুইজন পুলিশ সদস্যের মৃত্যুর পর পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চরমে পৌঁছায়।



গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে বাগদাদের রাজপথে নামেন কয়েক হাজার বিক্ষোভকারী। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অনুসারী না হয়েও রাষ্ট্রীয় কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আওয়াজ নিয়ে রাজপথে নামেন আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে। পরিস্থিতি মোকাবিলায় এক পর্যায়ে কারফিউ জারি করে প্রশাসন।



এদিকে, রাজধানীতে দিনের বেলায় কারফিউ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কিন্তু রাতে কারফিউ অব্যাহত থাকবে। ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন, তাদের যৌক্তিক সব দাবি মেনে নেওয়া হবে। তবে তাদেরকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।



সংকটের মুখে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন শিয়া নেতা মুকতাদা আল-সদর। এক বিবৃতিতে সরকারকে পদত্যাগ করে আগাম নির্বাচন আয়োজনের আহ্বান তিনি। গত নির্বাচনে তার জোট সংখ্যাগরিষ্ঠ আসন পায়। সে সময় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরিচালনায় একটি স্বচ্ছ নির্বাচন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনকারীদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আইনপ্রণেতাদের পার্লামেন্ট অধিবেশন বয়কটের আহ্বান জানান এ শিয়া নেতা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top