এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
প্রকাশিত:
৯ অক্টোবর ২০১৯ ২২:২৫
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২৩:৩৫

প্রভাত ফেরী ডেস্ক: বিগ ব্যাং থেকে শুরু করে আজকের মহাবিশ্বের কাঠামো সম্পর্কে নতুন বোঝাপড়া এবং মিল্কি ওয়েতে সূর্যের মতো নক্ষত্রকে প্রদক্ষিণরত এক্সোপ্লানেটের অস্তিত্বের সন্ধান সামনে এনে মহাকাশ নিয়ে গবেষণায় অবদান রাখায় চলতি বছর পদার্থবিজ্ঞানে তিনজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেলেন। ফিজিক্যাল কসমোলজি বিষয়ে গবেষণায় এই পুরস্কার পান জেমস পিবলস এবং সূর্যের মতো নক্ষত্রকে পরিভ্রমণরত এক্সোপ্লানেটের আবিষ্কারের জন্য এই পুরস্কার পেয়েছেন মাইকেল মেয়র এবং দিদিয়ের কুলোজ।
তাদের সম্মানী হিসেবে ১১ লাখ মার্কিন ডলারও দেওয়া হচ্ছে।
মঙ্গলবার নোবেল কমিটি বিজয়ী হিসেবে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এক বিবৃতিতে জানিয়েছে, কসমোলজি নিয়ে গবেষণার জন্য এই তিন বিজ্ঞানীকে এ বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
নোবেল কমিটি বলছে, গত দুই দশক ধরে পিবলস একটি তাত্ত্বিক কাঠামো দাঁড় করিয়েছেন; যা মহাবিশ্বের ইতিহাস সম্পর্কে আমাদের বোঝাপড়ার ওপর ভিত্তি করে গঠন করা হয়েছে। এ কাজের জন্য ৯ মিলিয়ন সুইডিশ ক্রোনার পুরস্কারের অর্ধেক অর্থ পাবেন পিবলস। এছাড়া সূর্যের মতো নক্ষত্রকে প্রদক্ষিণরত এক্সোপ্লানেটের আবিষ্কারের জন্য মাইকেল মেয়র ও দিদিয়ের কুয়েলজ পাবেন বাকি অর্ধেক।
রয়্যাল সুইডিশ একাডেমি বলছে, তাদের এই আবিষ্কার স্থায়ীভাবে আমাদের বিশ্বের ধারণা বদলে দিয়েছে। মেয়র এবং কুয়েলজ তাদের গবেষণায় মহাকাশের মিল্কি ওয়েতে অজানা এক্সোপ্লানেটের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। ১৯৯৫ সালে এ দুই বিজ্ঞানী আমাদের সোলার সিস্টেমের বাইরে নতুন একটি গ্রহ, সূর্যের মতো প্রদক্ষিণরত একটি নক্ষত্রের সন্ধান পান।
এর আগে, মোট ২০৯ জনকে পর্দাথবিদ্যায় নোবেল সম্মাননায় ভূষিত করা হয়। লেজার বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য গত বছর যৌথভাবে নোবেল জিতেন যুক্তরাষ্ট্রের আর্থার আসকিন, ফ্রান্সের জেরার্ড মুউরো ও কানাডার ডোনা স্ট্রিকল্যান্ড।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: