সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


জার্মানিতে বন্দুকধারীর হামলা, নিহত ২


প্রকাশিত:
১০ অক্টোবর ২০১৯ ২২:৩৮

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০৩:২২

জার্মানিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে এক ইহুদি উপাসনালয়ের (সিনাগগ) হামলার চেষ্টা অনলাইনে একটি ভিডিও গেম প্ল্যাটফর্মে স্ট্রিম করে ওই হামলাকারী। সিনাগগে ঢুকতে ব্যর্থ হলেও দুজনকে হত্যা করতে সমর্থ হয় হামলাকারী।



 বুধবার জার্মানির হল শহরে এ হামলার ঘটনা ঘটে। গুলি করার পর হামলাকারী গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে জানিয়েছে পুলিশ। এক টুইটবার্তায় স্থানীয় পুলিশ জানায়, প্রাথমিকভাবে আমরা দুজনের মৃত্যুর কথা জানতে পেরেছি। বেশ কয়েকটি গুলি চালিয়ে হামলাকারী গাড়িতে করে পালানোর চেষ্টা করে।



ওই বন্দুকধারী পুরো ঘটনাটি সামাজিক মাধ্যমে লাইভ করেছেন। তিনি ওই হামলার ঘটনা একটি ভিডিও গেমের প্লাটফর্ম থেকে সরাসরি লাইভ করছিলেন। এরপরেই তাকে গ্রেফতার করা হয়।



এরপর পুলিশ স্থানীয়দের বাড়িতে নিরাপদে থাকার নির্দেশ দেয়। পরে হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। তারা জানায়, হামলার সময় একটি অনলাইন ভিডিও গেম প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং করেছিল হামলাকারী।  তার পরনে ছিল সেনাবাহিনীর মতো পোশাক ও সঙ্গে ছিল ভারী অস্ত্র।



একজন জার্মান টিভি “এন-টিভি”কে বলেন, বন্দুকধারী স্থানীয় তার্কিশ কেবাব শপে ঢুকে পড়ে। এরপর গ্রেনেডের মতো কিছু একটা ছুঁড়ে মারে। তবে তা বিস্ফোরিত হয়নি। তারপর সে অ্যাসল্ট রাইফেল দিয়ে হামলা চালায়। আমার পিছনের লোকটা হয়ত নিশ্চিতভাবে মারা গেছে। আমি বাথরুমে লুকিয়ে পড়ি।



ভিডিওটি এখন সরিয়ে ফেলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সেদিন সিনাগগে ইহুদি উৎসব পালনে গিয়েছিলেন স্থানীয়রা। কিন্তু সেখানে ঢুকতে ব্যর্থ হওয়ায় রাস্তায়ই দুজনকে হত্যা করে হামলাকারী।



জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সিহোফার বলেন, আমাদের কাছে পর্যাপ্ত তথ্য-প্রমাণ আছে, যাতে বোঝা যায় হামলাকারী উগ্র-ডানপন্থী ছিল। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top