সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


জাপানে আঘাত হেনেছে টাইফুন হাগিবিস, নিহত ২১


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০১৯ ২২:২৩

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১০:৩১

জাপানে আঘাত হেনেছে টাইফুন হাগিবিস, নিহত ২১

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: জাপানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন হাগিবিস আঘাত হেনেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে রাজধানী টোকিওর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইজু দ্বীপে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভূমিধস আঘাত হেনেছে। ইতোমধ্যেই টাইফুনের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঝড়ের প্রভাবে স্থবির হয়ে পড়েছে রাজধানী টোকিও।



‘ক্যাটাগরি-৩’ মাত্রার শক্তিশালী টাইফুন হাগিবিসের তাণ্ডবের পর রবিবার বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার তৎপরতা শুরু করেছে জাপানের সেনাবাহিনী। প্রলয়ঙ্কারী এই ঝড়ে নদীর তীব্র স্রোত আর ভূমিধসে অন্তত ২১ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৪০ জন। রবিবার সকালে দুর্বল হয়ে পড়া ঝড়টি পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে প্রায় ২ লাখ ৭০ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।



ঝড়ের কারণে জাপানের মধ্যাঞ্চরের নাগানো এলাকায় মারাত্মক বন্যা দেখা দিয়েছে। চিকুমা নদীর পানি বৃদ্ধিতে বন্যার পানি কোনও কোনও বাড়ির দ্বিতীয় তলাতেও উঠে গেছে।



আটকে মানুষদের উদ্ধারে তল্লাশি চালাতে হেলিকপ্টারও ব্যবহার করছে  সেনাবাহিনী। ভিডিও ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণে হাত নাড়াচ্ছে আটকে পড়া মানুষ। নাগানোর জরুরি উদ্ধার বিভাগের কর্মকর্তা ইয়াশিরো ইয়ামাগুচি বলেন, রাতের মধ্যে আমরা ৪২৭টি বাড়ির প্রায় এক হাজার ৪১৭ জন বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছি। তিনি জানান নদীর পানি না বাড়লেও আবাসিক এলাকাগুলোতে পানির উচ্চতা বাড়ছে।



৬০ বছরের মধ্যে শক্তিশালী টাইফুন হাগিবিস



গত ৬০ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে শক্তিশালী টাইফুন। এখন এই ঝড়টি জাপানের মূল ভূখণ্ডের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শক্তিশালী টাইফুনের প্রভাবে দুই লাখ ৭০ হাজারের বেশি বাড়ি-ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।



টাইফুনের কারণে জাপানে চলমান রাগবি ওয়ার্ল্ড কাপ ও ফরমুলা ওয়ান প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয়েছে। বেশ কিছু খেলা বাতিল করতে হয়েছে। তবে স্থানীয়রাই এই প্রবল টাইফুনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবেন বলে ভাবা হচ্ছে।



এর আগে ১৯৫৮ সালে কানোগাওয়া টাইফুনে জাপানে ১২ শ জনের মৃত্যু ও নিখোঁজ হয়েছিলেন। ফিলিপাইনের তাগালুক ভাষায় টাইফুন হাগিবিস শব্দের অর্থ গতি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top