সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


টাইফুন হাগিবিসে লন্ডভন্ড জাপান: নিহত ৩৫, উদ্ধার কাজে ১ লক্ষ কর্মী


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০১৯ ০০:০৫

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০৩:৩৪

টাইফুন হাগিবিসে লন্ডভন্ড জাপান: নিহত ৩৫, উদ্ধার কাজে ১ লক্ষ কর্মী

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী টাইফুন হাগিবিসের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে জাপান। টাইফুন হাগিবিসের আঘাতে ৩৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় ভোড় ৬টা পর্যন্ত ভূমিধ্বস বন্যায় আটকে পড়া আরও কয়েক লক্ষ মানুষকে উদ্ধার করতে লক্ষাধিক কর্মী কাজ চালিয়ে যাচ্ছেন। জাপানের সংবাদমাধ্যম এনএইচকের বরাতে খবর জানিয়েছে বিবিসি।



শক্তিশালী ওই ঘূর্ণিঝড় নিগানো, নিগাতা, মিয়াগি, ফুকুসিমা, ইবারাকি, কানাগাওয়া এবং সাইতামাসহ বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এসব স্থানে উদ্ধার অভিযান চলছে।



এর আগে, ২১৬ কিলোমিটার প্রতি ঘন্টায় প্রবাহিত হয়ে জাপানের হনসু দ্বীপে আঘাত হানে টাইফুন হাগিবিস। রোববার (১৩ অক্টোবর) সকালের মধ্যেই টাইফুন হাগিবিস জাপানের ভূসীমা অতিক্রম করে যায়। কিন্তু তার ধ্বংসলীলা এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে জাপানের রাজধানী টোকিও এবং এর আশেপাশের অঞ্চলে।



৩১ হাজার সেনা সদস্য সহ এক লক্ষাধিক সদস্যের উদ্ধারকারী কর্মীবাহিনী বন্যা ভূমিধ্বসে আটকে পড়াদের খুঁজে বের করতে অভিযান চালিয়ে যাচ্ছেন।



এর আগে জাপানের ইতিহাসে এমন প্রলয়ঙ্করী ঝড় দেখা যায় ১৯৫৮ সালে। সে বছর টাইফুন কানোগাওয়ার এক হাজার ২০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। রাজধানী টোকিও পূর্বাঞ্চলের ওপর ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে আছড়ে পড়ে সুপার টাইফুন হাগিবিস। প্রলয়ঙ্করী এই ঝড়ের তাণ্ডবে টোকিওর কিছু অংশ বিপর্যস্ত হয়ে পড়ে।



গত ৬০ বছরের মধ্যে এটাই জাপানের সবচেয়ে শক্তিশালী টাইফুন। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে রাজধানী টোকিওর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইজু দ্বীপে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভূমিধস আঘাত হানে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top