অর্থনীতিতে নোবেল পেলেন বাঙালি অভিজিৎ, এসথার ডাফলো ও মাইকেল ক্রেমার


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০১৯ ২২:২৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২৩:৩২

অর্থনীতিতে নোবেল পেলেন বাঙালি অভিজিৎ, এসথার ডাফলো ও মাইকেল ক্রেমার

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক দারিদ্র হ্রাসে গবেষণামূলক কাজের স্বীকৃাতস্বরূপ ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক, ফ্রান্সের এসথার ডাফলো ও যুক্তরাষ্ট্রের মাইকেল ক্রেমার।



ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিজিত ব্যানার্জি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক। এছাড়া ফরাসী বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইসথার ডাফলোও এমআইটির অধ্যাপক এবং অপর বিজয়ী মাইকেল ক্রেমার যুক্তরাষ্ট্রের নাগরিক ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।



ভারতে জন্ম নেয়া ৫৮ বছর বয়সী অভিজিত ব্যানার্জি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যায়ল থেকে পিএইচডি শেষে এআইটিতে অ্যধাপনা করছেন। অপরদিকে প্যারিসে জন্ম নেয়া ৪৭ বছর বয়সী ইসথার ডাফলো এমআইট থেকে পিএইচডি শেষ সেখানেই পড়াচ্ছেন।



ষষ্ঠ দম্পতি হিসেবে নোবেল পেলেন অভিজিৎ-ডাফলো



এবারের নোবেল পুরস্কারের শেষবেলায় চমক। নোবেল উঠল বাঙালির হাতে। তবে আরো একটি নজির গড়ল এই নোবেল। ষষ্ঠ দম্পতি হিসেবে নোবেল পেলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও অ্যাস্থার ডাফলো। প্রথম দম্পতি হিসেবে নোবেল পেয়েছিলেন পিয়ের কুরি ও মাদাম কুরি।



১৯৯৪ সালে ডেভেলপমেন্ট ইকনমিক্স নিয়ে অভিজিৎ ক্লাস নিয়েছিলেন। আর সেখানেই উপস্থিত ছিলেন ডাফলো। ডেভেলপমেন্ট ইকনমিক্স বিষয়টা ফ্রান্সে পড়ানো হতো না। তাই এই বিষয়ে বিশেষ কৌতূহলী ছিলেন ডাফলো।



১৯৯৭ তে ভারতে আসেন ডাফলো। সেই সময় তার গাইড হিসেবে ছিলেন অভিজিৎ। এর বছর কয়েক পরে তারা একসঙ্গে থাকতে শুরু করেন। ১৮ মাস একসঙ্গে ছিলেন তারা। এক সন্তানেরও জন্ম দেন অভিজিৎ ও  ডাফলো ২০১২ সালের দিকে। এরপর ২০১৫ সালের দিকে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। পরবর্তীতে গ্লোবাল পভার্টি বা বিশ্বের দারিদ্র্যের পরিস্থিতি নিয়ে একসঙ্গে কাজ করেছেন অভিজিৎ ও ডাফলো। আর সে সুবাদে এ বছরের নোবেল উঠলো তাদের হাতে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top