সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


জাপানে টাইফুন হাগিবিসে মৃতের সংখ্যা বেড়ে ৭৪, এখনো চলছে উদ্ধারকাজ


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০১৯ ২৩:৪৪

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০১:৫১

জাপানে টাইফুন হাগিবিসে মৃতের সংখ্যা বেড়ে ৭৪, এখনো চলছে উদ্ধারকাজ

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: গত শনিবার জাপানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুনের আঘাত হানে।আঘাতের পরপরই ধ্বংসলীলা চালিয়েছে টাইফুন হাগিবিস। বুধবারও উদ্ধার তল্লাশি অভিযান চালাচ্ছেন উদ্ধার কর্মীরা। এখন পর্যন্ত ৭৪ জনের নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। টাইফুনের সময় প্রবল বৃষ্টিপাতে নদ-নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যার পানিতে ডুবে অনেকের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ২২০ জন। এখনও পর্যন্ত ১২ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।



শক্তিশালী এই ঝড়ে দেশটির বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। শনিবার রাতে আঘাত হানা এই টাইফুনে ভূমিধস বন্যায় ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।



টাইফুন হাগিবিসের প্রভাবে রেকর্ড বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে বহু বাড়ি-ঘর ধসে পড়ে। এছাড়া দেশটির পূর্বাঞ্চল ও রাজধানী টোকিওতে হাজার হাজার মানুষ বন্যায় আটকা পড়েন। ঝড়ের তাণ্ডবে টোকিও এবং এর আশপাশের এলাকার প্রায় পাঁচ লাখ বাড়িঘর বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে পড়ে।



কয়েক দশকের মধ্যে জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুনটির কেন্দ্র সরাসরি রাজধানী টোকিওর ওপর দিয়ে এগিয়ে যায়। হনশু দ্বীপের উত্তরপূর্বাঞ্চলীয় ৫২টি নদীর পানি বেড়ে বন্যা হয়েছে।  টোকিওর উত্তরে ফুকুশিমা অঞ্চলে সবচেয়ে বেশি হতাহত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।  ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ৬৫ লাখ ডলার ব্যয় করবে বলে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top