সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


সৌদি আরবে বাস দূর্ঘটনায় ৩৬ ওমরাহ যাত্রী নিহত, আহত ৩


প্রকাশিত:
১৭ অক্টোবর ২০১৯ ২৩:০৪

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১২:৪৮

সৌদি আরবে বাস দূর্ঘটনায় ৩৬ ওমরাহ যাত্রী নিহত, আহত ৩

প্রভাত ফেরী ডেস্ক: সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত জন আহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) রাতে বিদেশি ওমরা হজযাত্রী বহনকারী বাসের সঙ্গে অন্য একটি গাড়ীর সংঘর্ষে বাসটিতে বিস্ফোরণ ঘটে।



সৌদির পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। বুধবার মদীনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল আখাল এলাকার হিজরা রোডে ওই দুর্ঘটনা ঘটেছে। বেসরকারি পরিচালিত একটি বাসের সঙ্গে একটি ভারী যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩৯ জন আরোহী ছিলেন।



সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় নিহতরা ৩৬ জনই ওমরাহ যাত্রী ছিলেন। একটি বাসের সঙ্গে অপর একটি ভারী যানের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সৌদির পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার জানায় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তারা জানান,বুধবার মদীনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল আখাল এলাকার হিজরা রোডে ওই দুর্ঘটনা ঘটেছে।



ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সবাই সৌদি প্রবাসী। তারা আরব এবং এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। ওমরাহ করতে সৌদিতে অবস্থান করছিলেন তারা। দুর্ঘটনায় আহতদের আল হামনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ অন্যান্য উদ্ধারকর্মী দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। ঘটনায় তদন্ত চলছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top