সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


আফগানিস্তানে জুমার নামাজে বোমা হামলা, নিহত ৬২


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০১৯ ২৩:২১

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০৪:১৮

আফগানিস্তানে জুমার নামাজে বোমা হামলা, নিহত ৬২

প্রভাত ফেরীআন্তর্জাতিক ডেস্কআফগানিস্তানের পূর্বাঞ্চলীয় একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণে নিহত মুসল্লির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। শুক্রবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এর আগে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স নিহতের সংখ্যা ২৯ বলে জানিয়েছিল।



শুক্রবার (১৮ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। কোনো সংগঠন এখনো এই হামলার দায় স্বীকার করেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা হামলায় মসজিদের ছাদ উড়ে গেছে।  মসজিদটিতে বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, মসজিদটির ভেতরে বিস্ফোরক পুতে এবং লুকিয়ে রাখা হয়েছিল। যখন মুসল্লিরা সবাই নামাজ আদায় করছিলেন তখন সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। যারা আহত হয়েছেন তাদের অনেকের অবস্থাও আশঙ্কাজনক।



নানগারহার প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিস্ফোরণের ধ্বংসস্তূপ থেকে মরদেহ এখনও বের করছে উদ্ধারকর্মী ও স্থানীয়রা। গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ জানান, বিস্ফোরণে মসজিদের ছাদ ধসে পড়েছে।



নাঙ্গারহার প্রদেশের পাকিস্তান সীমান্তে তালেবান ও ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় রয়েছে। আফগানিস্তানে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭৪ জনে। একই সময়ে আহত হয়েছেন প্রায় ৩ হাজার ১৩৯ জন। গত বছরের একই সময়ের তুলনায় তা ৪২ শতাংশ বেশি। হতাহতদের মধ্যে ৪১ শতাংশ নারী ও শিশু।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top