সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


পঞ্চম দিনের মত বিক্ষোভে উত্তাল বার্সেলোনা


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০১৯ ২৩:৪৭

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০৫:৪০

পঞ্চম দিনের মত বিক্ষোভে উত্তাল বার্সেলোনা

প্রভাত ফেরীআন্তর্জাতিক ডেস্ককাতালোনিয়ার স্বাধীনতাপন্থীদের নেতাদের কারাদণ্ডের প্রতিবাদে বার্সেলোনায় শুরু হওয়া বিক্ষোভ পঞ্চম দিনেও অব্যাহত রয়েছে। শুক্রবার বিক্ষোভকারীদের সাধারণ ধর্মঘটের কর্মসূচিতে অচল হয়ে পড়ে কাতালোনিয়ার রাজধানী। কয়েক হাজার বিক্ষোভকারী শহরে প্রবেশ করে ট্রেন থামিয়ে দেয় এবং রাজপথে অবরোধ করে। 



শুক্রবারের (১৮ অক্টোবর) এই বিক্ষোভে অন্তত ৫ লাখ মানুষ অংশ নেয়। মানুষের জনসমাগমে প্রায় অচল হয়ে পড়ে বার্সেলোনা।



যারা শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন কাতালানের আঞ্চলিক নেতা কুয়িম তোরা। অপরদিকে যারা দাঙ্গা-হাঙ্গামা করতে চেষ্টা করেছেন তাদের সমালোচনা করেছেন। কুয়িম আরও বলেন, স্বাধীনতাকামী নেতাদের জেল দেওয়ার ঘটনা কাতালানদের স্বাধীনতা অভিযাত্রায় বাধা হয়ে দাঁড়াবে না। আত্মপরিচয় অন্বেষণে কাতালানরা আবারও ব্যালট বাক্সে ফিরে যাবে বলে জানান তিনি।



শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। শহরটির বিশ্ববিদ্যালয়গুলোর কাছাকাছি বড় ধরনের বিক্ষোভের খবর পাওয়া গেছে। পরে পুরো কাতালোনিয়ার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ বিক্ষোভে যোগ দেয়। বিক্ষোভকারীরা অন্তত ২০টি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে। ফ্রান্সগামী প্রধান যান চলাচলের রাস্তাও বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। তারা রেলপথে অবস্থান নেয়। শুক্রবার বার্সেলোনার অন্যতম পর্যটন আকর্ষণ সাগ্রাদা ফ্যামিলি চার্চ বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা গির্জাটির প্রবেশ মুখ বন্ধ করে দেওয়ার পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।



স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অবশ্য আন্দোলনকারীদের সতর্ক করে দিয়েছেন। যারা ঝামেলা পাকাবে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। পেদ্রো সানচেজ বলেন, কাতালোনিয়ার বিভিন্ন শহরে বিগত কয়েকদিনে আমরা যে সহিংসতা দেখেছি সেসব ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।



এদিকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা জানিয়েছেন, গত ৫ দিনে আনুমানিক ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। দাঙ্গাকারীরা সর্বোচ্চ ৬ বছরের সাজা ভোগ করবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top