শ্যামলা কন্যা : শাকিলা নাছরিন পাপিয়া
প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২০ ২১:২৯
আপডেট:
১১ ডিসেম্বর ২০২০ ০১:১০

কে তোমায় এমন কাঙালিনী সাজালো?
কে এঁকে দিলো হতাশার অঞ্জন?
শারদীয় জোসনার মতো ঐ অবয়বে
বিষাদের আবরণ পরালো কে?
তোমায় সাজাতে----
কালো পথ করেছি লালে লাল
বুকের সবটুকু রক্ত দিয়েছি অঞ্জলি হাসিমুখে।
তবুও কেন মরুর শুন্যতা তোমার সারা বুকে?
তোমার উত্তর মেরুতে যখন
অবিশ্বাস, প্রতারণা আর ধ্বংসের নৃত্য,
দক্ষিণ মেরুতে তখন
ভালোবাসার প্রসারিত বাহু।
অপেক্ষায় থাকো মেয়ে,
বসন্ত আসবে, পাখি গাইবে
ফুলে ফুলে ছেয়ে যাবে বিবর্ণ প্রকৃতি।
শ্যামলা কন্যা, ভুলে যাও কেন
তোমায় অপরূপা করে সাজাতে গিয়ে
সাত নদী রক্তে রাঙিয়েছি চরণ
সাত সমুদ্দুর আঁখি জলে স্নান করিয়ে
তোমায় করেছি শুদ্ধ।
অর্ঘ্য দিয়েছি ত্রিশ লক্ষ প্রাণ
সমাধি রচনা করেছি দশলক্ষ স্বপ্নের।
তবুও তোমার হৃদয়ে কেন
বাঁধভাঙ্গা কান্নার স্রোত?
কেন? কেন? কেন?
বিষয়: শাকিলা নাছরিন পাপিয়া
আপনার মূল্যবান মতামত দিন: