সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

প্রতিশোধ (অনু গল্প) : শাকিলা নাছরিন পাপিয়া


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২১ ২১:৩১

আপডেট:
১৫ এপ্রিল ২০২১ ২১:৪৪

 

-হ্যালো, আলো....
-বলো
-কেমন আছো?
-ভালো। খেয়েছো?
-এই তো, এইমাত্র খেলাম। এখানে আসার সময় তুমি যে আচার দিয়েছিলে সেটা দিয়েই খেলাম।
-সবটুকু খেয়েছো?
-একদম চেটেপুটে। অসাধারণ ছিল।
-সুরঞ্জন, তোমার মনে আছে; একদিন সারা পৃথিবীকে উপেক্ষা করে আমি তোমার হাত ধরে বেরিয়ে এসেছিলামে এক কাপড়ে বাবার বাড়ি থেকে।
- হঠাৎ এটা বললে কেন? মন খারাপ?
- মা, বাবার সাথে সেদিন মহা অন্যায় করেছিলাম। তাদের বিশ্বাসের মর্যাদা আমি দেইনি।
-তোমার কী হয়েছে আলো? আর মাত্র তিনদিন। তারপরই তো চলে আসছি।
-না। তুমি আর আসবে না।
-কী বলছো পাগলের মতো? কেন আসবো না?
-তুমি আর রোদেলা দু’জন মিলে কক্সবাজার গিয়েছো। আমি জানি।
-কে বলেছে? রাসেল হারামজাদা?
-না। আমি অনেকদিন ধরেই বুঝতে পেরেছিলাম।
-আলো শোনো.....
-তুমি শোনো সুরঞ্জন। ঐ আচারে বিষ মেশানো ছিল। তোমরা দু'জনই আশাকরি আচার দিয়ে খেয়েছো। গুড নাইট।
-হ্যালো, আলো, হ্যা-লো........

 

শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক, কলামিস্ট ও কবি 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top