সিডনী মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪, ৫ই চৈত্র ১৪৩০

টিকা-টিপ্পনি : আহসান হাবীব


প্রকাশিত:
১৯ জুলাই ২০২১ ২২:০৩

আপডেট:
১৯ জুলাই ২০২১ ২৩:০৫

 

এক শ্রেনীর মানুষ আছে তারা টিকা নেয় নি। কোভিড নাইনটিনের টিকার কথা বলছিলাম। কেন নেয় নি সেটা বরং বিশ্লেষণ করা যাকএকটু! মানে এই শ্রেণীটাকে একটু বোঝার চেষ্টা করি...
- ভাই আপনি টিকা নেন নি কেন? মানে কোভিড নাইনটিনের ভ্যাক্সিনের কথা বলছিলাম আরকি...
- পাগল হয়েছেন ইন্ডিয়ান টিকা নিব। ওদের দেশে মরক লেগেছে নিজেরা টিকা না নিয়ে আমাদের টিকা দিয়ে দিচ্ছে বুঝেন না ঘটনা...ইন্ডিয়ান টিকায় ভেজাল আছেরে ভাই
- মনে হচেছ আপনি ভারত বিদ্বেষী। কিন্তু এটাতো ইন্ডিয়ার টিকা না, ব্রিটিশ টিকা অক্সফোর্ড এস্ট্রজেনেকা ... সবচে ভাল ভ্যাক্সিন; ভারতের ঐ টিকার প্রতিষ্ঠানটা পৃথিবীর সেরা একটা প্রতিষ্ঠান। তাছাড়া যে ভারত ১৯৭১ এ আমাদের প্রথম স্বীকৃতি দিল...
- আরে রাখেন, টিকার মধ্যে রাজনীতি টানবেন না
- রাজনীতি কোথায় এতো ইতিহাস
- ঐ হল যাহা বাহান্ন তাহাই তেপ্পান্ন
- তেপ্পান্ন না চুয়ান্ন... আচ্ছা ঠিক আছে রাজনীতি ইতিহাস যখন টানতে চাচ্ছেন না তাহলে বরং সায়েন্স টানুন...
- দেখুন আমাকে সায়েন্স বুঝাবেন না। মেট্রিক, ইন্টারে আমার সায়েন্সে লেটার ছিল। আমি সায়েন্স ভালই বুঝি। এই যে সারা বিশ্ব জুড়ে সবাই মিলে হুড়মুড় করে টিকা নিচ্ছে তার ফলটা কি হচ্ছে জানেন? মানবজাতি নিজের পায়ে নিজে কুড়াল মারছে...
- মানে! কেন?
- কেন আবার আপনারা সবাই টিকা নিচ্ছেন আর মাঝখান দিয়ে এই ভাইরাস মিউটেশন করে করে দ্বিগুন তিনগুন চারগুন শক্তিশালী হয়ে উঠছে সে খবর রাখেন?
- আর, আমরা যে ছোট বেলা থেকে পলিও, হাম, পক্স কত রকমের টিকা নিয়ে নিয়ে বেড়ে উঠে দিব্যি সুস্থ্য আছি, ওরা মিউটেশন করছে না?
- দেখুন তর্ক করে আমার মাথাটা গরম করবেন না।
- আচ্ছা বুঝলাম বিজ্ঞান আপনি অনেক জানেন, তাহলে চায়নার ভ্যাক্সিনটা নিচ্ছেন না কেন? ওটাতো এসে গেছে।
- পাগল না মাথা নষ্ট? যারা এই ভাইরাস ছড়ালো সারা বিশ্বে, তাদের তৈরী টিকা নিব আমি? কভি নেহি।
- আচ্ছা আচ্ছা তাহলে রাশিয়ারটা?
- কি বলছেন চেরনোবিল দুর্ঘটনার কথা এর মধ্যে ভুলে গেলেন? ইতিহাস ভুললেতো চলবে নারে ভাই। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আমাদের। ইতিহাস থেকে শিক্ষা নেই না বলেই না আজ আমাদেরএই দশা। চেরনোবিল দুর্ঘটনার সেই রাশিয়ার তৈরী টিকা নিব আমি? নেভার এভার
- আচ্ছা তাহলে আমেরিকারটা?
- (দীর্ঘশ্বাস) নাহ আমেরিকারটা নিব না।
- কেন?
- শালারা সাম্রাজ্যবাদী পূজিবাদী শোষক শ্রেণী... ইয়ে তাছাড়া আমাকে ভিসা দেয়নি, তিন তিনবার দাঁড়ালাম। টাকাগুলো সব পানিতে গেল।


এই গেল এক শ্রেনী। আরেক শ্রেনী আছে, এরা টিকা নিতে চায় কিন্তু ফাপরে পড়েছে (‘ফাপর’ শব্দটা বহুদিন ধরে কোন লেখায় ব্যবহার করার তাল খুঁজছিলাম এই চান্সে...) কেমন ফাপর?
- টিকা নেন নি কেন? বয়স কি চল্লিশ হয় নি?
- (দীর্ঘশ্বাাস) হয়েছে হয়েছে বয়স আমার চুয়াল্লিশ চলছে কিন্তু...
- কিন্তু কি?
- ঐ যে মেট্রিকে বয়স কমিয়েছিলাম সরকারী চাকরীর আশায়, তাতেই গেড়ো লেগে আছে। বয়স চুয়াল্লিশ কিন্তু এনআইডিতে ৩৯ (আবার দীর্ঘশ্বাস)... কপাল ভাই কপাল!
আরেকজন...
- টিকা নেন নি যে?
- (এদিক ওদিক তাকিয়ে গলা নামিয়ে) ভাই আমার বিয়ের কথাবার্তা চলছে। এখন টিকা নিল সবাই বুঝে যাবে বয়স চল্লিশ... বুঝেনতো দেয়ালেরও কান আছে; বেশী বাছা-বাছি করতে গিয়ে এমনিই অনেক দেরী হয়ে গেছে...

ঠিকা-টিপ্পনি এখানেই সমাপ্ত তবে এক বুড়ো দাদুর গল্প বলে শেষ করি, এই দাদুর বয়স ধরা যাক তিরানব্বই। এখনো দিব্যি আছেন, টুক টুক করে লাঠি নিয়ে মাস্ক পড়ে বিকেলে হাঁটেন। টিকাও নিয়েছেন।
- দাদু টিকা নিয়েছেন তাহলে?
- কি কলি কাল এল। আগে ছেলেকে নিয়ে যেতাম টিকা দেওয়াতে। এখন ছেলে আমাকে টিকা দিতে নিয়ে যায়!
- দাদু তাহলে দুটো টিকাই নিয়েছেন?
- আরে ধুর ধুর এসব টিকা নাকি? ব্যথা নাই কিছু নাই...ফু! টিকা নিয়েছি আমরা সেই নাইনটিনহানড্রেড ফরটি থ্রি তে... কলেরার টিকা। টিকা নেয়ার পর হাত ফুলে ঢোল যেন হাতির পা, আর যন্ত্রনা? উফ কাটা কই মাছের মত তরপেছি বিছানায় টানা তিন দিন।
- বলেন কি তারপর? ঐ হাতির ফুলা কমল?
- ফুলা কি অত সহজে কমে, কত ডাক্তার-কবিরাজ দেখানো হল। এর মধ্যে বাবা জোর করে বিয়ে দিয়ে দিলেন। তোমার দাদী ছিল সেইরকম সুন্দরী। বাসর রাতে ভয়ে ভয়ে বলল ‘আপনার হাতে কি হয়েছে?’ সেই প্রথম কথা।
- আমি বলি টিকা...
- তারপর?
- তারপর তার সেবা শুশ্রুষায়... দাদুর মুখে স্মৃতি কাতর মিষ্টি হাসি। তিনি এখন কলেরা, কোভিড নাইনটিন সব টিকা থেকে সরে গেছেন অনেকটা দূরে। বির বির করে বলেন ‘ আহা কিসব দিন ছিল আমাদের...!’

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top