সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

জীবন (অনুগল্প) : শাকিলা নাছরিন পাপিয়া


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২২ ০২:৪৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৬:২৯

 

পূর্ণিমার চাঁদ, জোসনার প্লাবন আমার নয়৷ বিড়বিড় করে নিজেকে বলি৷ অন্ধকারে স্পষ্ট হয় যে মুখটি তাকে মুছে ফেলতে চাই প্রাণপনে৷
তবুও সে স্পষ্ট হয়৷ তার নিঃশ্বাস অনুভব করি ঘাড়ে ৷অদৃশ্য স্পর্শে আমি রোমাঞ্চিত হই। কানের কাছে ফিসফিস শব্দ "বউ, আমার লক্ষী বউ"৷
আচমকা ভুলে যাই অন্ধকার ঘর, স্বামী, সন্তান সব৷ এখন দাঁড়িয়ে পুকুর ঘাটে, চাঁদের রহস্যময় আলোয় এক বলিষ্ঠ বাহুর বন্ধনে৷ যার বলিষ্ঠ বাহু আমায সাহস জোগায়, যার বিস্তৃত বক্ষ আমায় আশ্রয় দেয়, যার স্পর্শ আমায় জগৎ সংসার ভুলিয়ে দেয়৷ আমার মাঝে জেগে ওঠে অন্য এক আমি৷
হঠাৎ চেতনা কেঁদে ওঠে৷ আমি চমকে তাকাই৷ নিজেকে আবিস্কার করি কায়েসের বুকের মাঝে ৷ শীতল হয়ে যাই সহসাই৷ কায়েস বিরক্ত হয়ে বলে ওঠে, ধাৎ৷
আমি পাথর হয়ে তাকিয়ে থাকি চেতনার দিকে৷ আমার আট মাসের মেয়ে চেতনা৷

কায়েস পাশ ফিরে শুতে শুতে বলে, কী যে হয় তোমার বুঝি না৷ মুহূর্তেই পাল্টে যাও৷

ঘোর লাগা দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে থাকি৷ কোথায় আছি হঠাৎ বুঝতে পারি না৷ শূণ্য বুক হাহাকার করে ওঠে৷ মেয়েকে চেপে ধরি বুকের মাঝে। দুচোখের প্লাবনে আমার রাজকন্যা ভিজে যাচ্ছে৷

আমি ফিসফিস করে বলছি, এত বড় একটা জীবন আমি কী করে পাড়ি দেব?

 

শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top