সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

চোর ধরার মেশিন (অনুগল্প) : সিদ্ধার্থ সিংহ


প্রকাশিত:
১৬ মে ২০২২ ২১:৩৪

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৯:২১

 

জাপানে একটা অদ্ভুত মেশিন তৈরি হয়েছে। চোর ধরার মেশিন। ওটা চালু করলেই তার এক কিলোমিটারের মধ্যে যত চোর থাকবে, তাদের ছবি ওই মেশিনটার স্ক্রিনে ঝপাঝপ ভেসে উঠবে। শুধু তাই-ই নয়, সেই চোর তখন ঠিক কোন জায়গায় রয়েছে এবং কোন রাস্তা দিয়ে গেলে কত কম সময়ের মধ্যে তাকে ধরা যাবে, সেটাও ম্যাপের মাধ্যমে চিহ্নিত করে দেবে।‌ তো, সেই মেশিন মাত্র আধ ঘণ্টার মধ্যেই জাপানের তেত্রিশ জন চোরকে ধরে ফেলল।

সে খবর শোনামাত্রই আমেরিকার প্রেসিডেন্ট বললেন, আমাদেরও ওই মেশিন চাই।

বোস্টনে ওই মেশিন চালু করতেই আধ ঘণ্টার মধ্যে আমেরিকার একশো তেত্রিশ জন কুখ্যাত চোর ধরা পড়ে গেল।

সারা পৃথিবী জুড়ে হইচই। সেই খবর শুনে ভারতের এক সাধক বললেন, এখানকার নেতাদের মতো এ রকম নিপুন চোর পৃথিবীতে আর কোত্থাও নেই। এখানে এই মেশিন চালু করলে তেত্রিশ বা একশো তেত্রিশ নয়, নিশ্চয়ই নিমিষের মধ্যে হাজার তেত্রিশেরও বেশি চোর ধরা পড়বে।

অবশেষে ওই মেশিন আনা হল ভারতের কলকাতায়। সবাই উদ্বিগ্ন। দেখা যাক আধ ঘণ্টার মধ্যে কত জন চোরকে ওই মেশিন শনাক্ত করতে পারে!

না, আধ ঘন্টা লাগল না। মাত্র পনেরো মিনিট পরেই দেখা গেল, ওই মেশিনটাই কখন চুরি হয়ে গেছে।

 

ছবিঃ ইন্টারনেট থেকে

 

সিদ্ধার্থ সিংহ
কলকাতা 

 

এই লেখকের অন্যান্য লেখা


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top