পাকা দেখা : সিদ্ধার্থ সিংহ
প্রকাশিত:
৯ আগস্ট ২০২৩ ২১:৫১
আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ০৬:১২
মেয়েকে নিয়ে ভদ্রমহিলা পাশ দিয়ে যাওয়ার সময় ফুটপাতের ধারে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটি বলল, মাসিমা আপনাকে একটি কথা বলার ছিল।
ভদ্রমহিলা বললেন, কী বলো।
ছেলেটি বলল, আমি আপনার মেয়েকে খুব ভালবাসি।
ভদ্রমহিলা বললেন, তুমি আমার মেয়েকে ভালবাসো! তোমার অকাত কী আছে?
ছেলেটি বলল, আপনি আমার অকাত নিয়ে কোনও প্রশ্ন তুলবেন না মাসিমা। আমি আপনার মেয়ের জন্য এই ২০২৩ সালের সবচেয়ে দামি গিফট নিয়ে এসেছি।
ভদ্রমহিলা বললেন, সবচেয়ে দামি গিফট! দেখি, কী এনেছ।
ছেলেটি বাইকের ডিগি খুলে অলংকারের দোকানের সিল মারা ব্যাগের চেন খুলে ভদ্রমহিলাকে দেখাল।
ভদ্রমহিলা দেখলেন তার মধ্যে কয়েকটা লঙ্কা। ভদ্রমহিলা অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, তবুও...
এ বার ছেলেটি বলল, আপনার মেয়ের জন্য আরও একটি দামি জিনিস আছে।
ভদ্রমহিলা উৎসুক হয়ে বললেন, কী?
ছেলেটি বাইকের ডিগি থেকে আরও একটি গয়না রাখার ব্যাগের চেন খুলে ভদ্রমহিলাকে দেখাতেই ভদ্রমহিলা আনন্দে আটখানা হয়ে গেলেন। দেখলেন, সেই ব্যাগে বেশ বড় সাইজের লাল টকটকে একটি টমাটো। ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে ছেলেটিকে বললেন, চলো বাবা, চলো। তুমি আমাদের বাড়িতে চলো। তোমার সঙ্গে আজই আমি আমার মেয়ের পাকা দেখাটা সেরে ফেলতে চাই।
সিদ্ধার্থ সিংহ
কলকাতা
বিষয়: সিদ্ধার্থ সিংহ
আপনার মূল্যবান মতামত দিন: