লায়ালপুর থেকে রেসকোর্স : এস ডি সুব্রত
প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৭
আপডেট:
১২ নভেম্বর ২০২৪ ০১:৩৫
পাকিস্তানের লায়ালপুর কারাগারের
অন্ধকার প্রকোষ্ঠ থেকে
লন্ডন হয়ে দিল্লি
অবশেষে প্রিয় স্বদেশ বাংলাদেশ,
বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৬ ই ডিসেম্বর' ৭১
এদেশ স্বাধীন হলেও জাতির পিতা
দেশে ফিরে আসেন ১০ জানুয়ারি ' ৭২,
স্বদেশের মাটি ছুঁয়ে এদেশের নির্মাতা সেদিন
আবেগে শিশুর মতো কেঁদেছিলেন রেসকোর্সে
আনন্দ বেদনায় অশ্রু ধারায়
সিক্ত হয়েছিলেন বাঙালির কৃতজ্ঞতা ভালবাসায়,
আবেগাপ্লুত মহানায়ক বলেছিলেন----
'যে মাটিকে আমি এত ভালবাসি
আমি জানতাম না
সে মাটিতে আমি ফিরে আসতে পারব কি না?'
৭১ এর ২৫ মার্চ ধানমন্ডির বত্রিশ থেকে
পাকিস্তানের লায়ালপুর কারাগারে ২৯০ দিন পার করে
৮ জানুয়ারি '৭২ মুক্ত হয়ে ১০ জানুয়ারি দেশে ফেরেন,
সত্যিই এ যেন এক ----
অনিশ্চিত যাত্রায় অজানা শংকায়
মহানায়কের অন্ধকার হতে আলোর পথে যাত্রা
অবশেষে সব বেড়াজাল ছিন্ন করে
লায়ালপুর থেকে রেসকোর্স
এক স্বপ্নের ফিরে আসা ।
এস ডি সুব্রত
কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ
বিষয়: এস ডি সুব্রত
আপনার মূল্যবান মতামত দিন: