সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


দ্রুত পিসিআর ল্যাব বিমানবন্দরে বসাতে প্রধানমন্ত্রীর নির্দেশ


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৫:১৮

 

প্রভাত ফেরী: প্রধানমন্ত্রীর নির্দেশের ফলে কিছুদিনের মধ‍্যে বিমানবন্দরে পিসিআর টেস্ট মেশিন বসে যাবে। সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত পিসিআর ল্যাব বসানোর ব্যবস্থা করতে বলেছেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে র্যাপিড করোনা ভাইরাস পরীক্ষার জন্য যতো দ্রুত সময়ের মধ্যে সম্ভব পিসিআর ল্যাব বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন তিনি।

এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা করে এবিষয়ে জায়গা নির্ধারণ সহ অন্যান্য কারিগরি বিষয় ঠিক করা হয়।

৩১ আগস্ট বাংলাদেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত। কিন্তু দেশটিতে প্রবেশে শর্ত দেয়া হয়, যাত্রীকে নিজ দেশে দুই দফা করোনা পরীক্ষা করতে হবে। প্রথমটি ফ্লাইটের ৪৮ ঘন্টার মধ্য এবং দ্বিতীয় পরীক্ষা করতে হবে, বিমানবন্দরে ফ্লাইটের ৬ ঘন্টার মধ্যে। দুটি রিপোর্ট নেগেটিভ হলে যাত্রী আমিরাতে ভ্রমণ করতে পারবেন। আর রিপোর্ট অবশ্যই কিউআর কোডযুক্ত হতে হবে।

আগেই জানানো হয়েছে, যাত্রীকে করোনা ভাইরাসের পূর্ণ ডোজ টিকা নেওয়ার ১৪ দিন পর ভ্রমণ করতে হবে। যেসব ভ্যাকসিন নিলে আমিরাত প্রবেশ করা যাবে সেগুলো হলো- মডার্না, ফাইজার-বায়োনটেক, জনসন অ্যান্ড জনসন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, কোভিশিল্ড, সিনোফার্ম এবং সিনোভ্যাকের টিকা। তবে আমিরাত নিউজ এজেন্সি ২৮ আগস্ট এক খবরে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যেকোন টিকা নিলেই দেশটিতে ভ্রমণ করা যাবে।

পূরাতন রেসিডেন্স ভিসাধারী বা সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা এখন জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) বা ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপের (আইসিএ) পূর্বানুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন।

তবে কয়েক ধরনের ভিসাধারী যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। যাদের অন্যান্য ভিসা আছে, যেমন নতুন জারি করা বাসস্থান বা কর্মসংস্থান ভিসা, স্বল্প অবস্থান বা দীর্ঘ স্থায়ী ভিসা, ভিজিট ভিসা বা আগমনের ভিসা (অন-অ্যারাইভাল)।

নিষেধাজ্ঞা তুলে নিলেও বাংলাদেশের কোন বিমানবন্দরে পিসিআর ল্যাব না থাকায় আপাতত আমিরাত বা দুবাই যেতে পারছেন না কোন যাত্রী। এতে করে চরম বিপাকে পড়েছেন ছুটিতে আটকে থাকা প্রবাসীসহ আমিরাতগামীরা। এজন্য মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন প্রবাসীরা।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top